ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোবাইল ব্যাংকিংয়ে ভ্যাট পরিশোধ চান গবর্নর

প্রকাশিত: ০৪:৩১, ৩ মার্চ ২০১৬

মোবাইল ব্যাংকিংয়ে ভ্যাট পরিশোধ চান গবর্নর

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন অনলাইন ভ্যাট ব্যবস্থায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধের ব্যবস্থা চান বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান। বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ‘ভ্যাট ই-পেমেন্ট, ইনটিগ্রেশন ইউথ আইবিএএস এ্যান্ড আদার কমার্শিয়াল ব্যাংক’ শীর্ষক সেমিনারে এমন আগ্রহের কথা জানান তিনি। ড. আতিউর রহমান বলেন, বর্তমানে ৩ কোটির বেশি গ্রাহক মোবাইল ব্যাংকিং সেবা নিচ্ছে। নতুন অনলাইন ভ্যাট ব্যবস্থায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভ্যাট পরিশোধ করার সুয়োগ থাকলে এর প্রসার আরও বাড়বে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভ্যাট আদায়ের বিষয়টি বিবেচনায় রাখতে পারে এনবিআর। তিনি বলেন, অনলাইন ভ্যাটে করদাতা নিজেই তাদের অধিকাংশ কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবেন। ফলে হয়রানি বন্ধের পাশাপাশি ভ্যাট পরিশোধ ব্যবস্থা আরও সহজ এবং স্বচ্ছ হবে। এই উদ্যোগের বাস্তবায়ন হলে ভ্যাট আহরণের পরিমাণও বাড়বে। গবর্নর বলেন, অনলাইনে ভ্যাট পরিশোধ ব্যবস্থা চালু হলে প্রথম বছরেই ভ্যাটের অবদান ৩ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ৭ শতাংশ হবে। তিনি বলেন, আর্থিক লেনদেনকে গতিশীল, স্বচ্ছ ও নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। ইতোমধ্যে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি, ন্যাশনাল পেমেন্ট সুইচ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, অটোমেটেড চেক ক্লিয়ারিং ব্যবস্থা এবং সর্বশেষ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট পদ্ধতিসহ বিভিন্ন আধুনিক সেবা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। আতিউর রহমান বলেন, ২০১৬ সালের ১ জুলাই থেকে প্রথম মূসক দাখিলপত্র অনলাইন সিস্টেমে গ্রহণ এবং ডিসেম্বর মাসের মধ্যে অটোমেশন প্রক্রিয়া তথা অনলাইন নেটওয়ার্ক সম্পূর্ণরূপে কার্যকর হবে। এ ব্যবস্থা চালু হলে ভ্যাট নিবন্ধন, ভ্যাটের ফরম পূরণ ও জমা দান, নির্ধারিত ভ্যাট পরিশোধ সবকিছু অনলাইনের মাধ্যমে করা যাবে। সরকারী হিসাব নিয়ন্ত্রক কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক একযোগে একে অপরের সহযোগিতায় অনলাইন ভ্যাট সেবায় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সর্বোত্তম মানে উন্নীত করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
×