ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাঙ্গা এশিয়ার পুঁজিবাজার

প্রকাশিত: ০৪:৩০, ৩ মার্চ ২০১৬

চাঙ্গা এশিয়ার পুঁজিবাজার

মার্কিন পুঁজিবাজারের ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার বাজারে। বুধবার এশিয়ার প্রধান প্রধান পুঁজিবাজার লাফিয়ে উঠেছে। এদিকে ইউনিয়ন বাজেট ঘোষণার পর ভারতের বাজার যেন শুধু লাফ দিয়েই চলেছে। মঙ্গলবার বেঞ্চমার্কে সেনসেক্স সূচক প্রায় ৭০০ পয়েন্টে বেড়ে যায়। বুধবারও সেই ধারাবাহিকতায় দিন পার করছে বাজার। এদিনও সেনসেক্স সূচক বেড়েছে ৪৬৩ পয়েন্ট। এ নিয়ে দুইদিনে হাজারের উপরে পয়েন্ট বাড়ল ভারতের বাজারে। সিএনবিসি এক খবরে জানিয়েছে, জাপানের বেঞ্চমার্কে নিক্কেই সূচক এদিন ৬৬১ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ করেছে। গত ৩ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে বেশি। গত কয়েকদিন ধকল কাটাতে পারছিল না চীনের বাজার। অর্থনীতির মন্থর গতির মধ্য বুধবারে জোরেশোরে নড়ে বসেছে বাজার। এদিন হংকংয়ের হ্যাং সেং সূচক ৫৯৬ পয়েন্ট বেড়ে যায়। -অর্থনৈতিক রিপোর্টার এসকর্টস লিমিটেডের সঙ্গে ইফাদ অটোসের চুক্তি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেড কৃষি যন্ত্রপাতি তৈরির প্রতিষ্ঠান এসকর্টস লিমিটেড কোম্পানির সঙ্গে একটি চুক্তি সই করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। চুক্তির আওতায় কোম্পানিটি বাংলাদেশের বাজারে ফার্মট্র্যাক ব্র্যান্ডের ট্রাক্টর, খুচরা যন্ত্রাংশের মতো পণ্য সরবরাহ করবে। কোম্পানি সূত্রে জানা গেছে, এর ফলে কোম্পানিটির প্রথম বছরে আনুমানিক আয় হবে ২৫ কোটি টাকা। এর মধ্যে নিট মুনাফা হবে ২ কোটি ৫০ লাখ টাকা। দ্বিতীয় বছরে আয় বেড়ে হবে ৬০ কোটি টাকা এবং নিট মুনাফা হবে ৬ কোটি টাকা। প্রসঙ্গত, এখন পর্যন্ত কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ৯৫ টাকা ২০ পয়সা দরে। -অর্থনৈতিক রিপোর্টার
×