ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রিপাবলিকানদের মধ্যে বিভক্তি বাড়ছে

সুপার টুইসডে নির্বাচন ॥ ডেমোক্র্যাটরা সুসংহত

প্রকাশিত: ০৪:২৬, ৩ মার্চ ২০১৬

সুপার টুইসডে নির্বাচন ॥ ডেমোক্র্যাটরা সুসংহত

ডেমোক্র্যাটরা ঐক্যবদ্ধ হচ্ছেন। অপরদিকে রিপাবলিকানরা বিভক্ত হয়ে পড়ছেন। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার মনোনয়ন দৌড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সুপার টুয়েসডেতেই অনেকাংশে পরিষ্কার হয়ে যায় বড় দুই দলের কোন প্রার্থী হোয়াইট হাউসের পথে এগিয়ে রয়েছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটনের হাত ধরে দৃঢ় ও অপ্রতিরোধ্যভাবে সুসংহত হচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি। অপরদিকে ডোনাল্ড জে. ট্রাম্পের প্রাধান্যে রিপাবলিকান পার্টিতে বিদ্বেষ ও মতবিরোধ বাড়ছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে মঙ্গলবার বা সুপার টুয়েসডেতে যে এক ডজন অঙ্গরাজ্যে নির্বাচন হয়েছে, এর অধিকাংশেই ডেমোক্র্যাটিক পার্টি হিলারি ও রিপাবলিকান পার্টি ট্রাম্প জয় পেয়েছেন। হিলারি সাতটি অঙ্গরাজ্যে এবং ট্রাম্পও সাতটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। এই জয় পেয়ে হিলারি ও ট্রাম্প নিজ নিজ দলের প্রেসিডেন্ট মনোনয়ন পাওয়ার দৌড়ে অনেক দূর এগিয়ে গেলেন। তবে সাতটি অঙ্গরাজ্যে জয় পাওয়ার পরও ট্রাম্পকে প্রবল ও ক্রমাগত প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হবে। যেমন তার নিজ দলের নির্বাচিত কর্মকর্তারা তাকে সমর্থন দেবেন না বলে সরাসরিই জানিয়েছেন। এমনকি মূলধারার রিপাবলিকানরা ঘোষণা দিয়েছেন, যদি ট্রাম্প মনোনীত হন তাহলে তারা নির্বাচন বয়কট করবেন। ব্লেক লিকটি নামে ৩৩ বছর বয়সী এক রিপাবলিকান বলেন, আমি কোন পরিস্থিতিতেই ট্রাম্পকে ভোট দেব না। তিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনে কাজ করতেন। তিনি বলেন, যদি এটি ট্রাম্প পার্টিতে পরিণত হয়, তাহলে আমরা দল থেকে অনেক লোককে হারাতে যাচ্ছি। ১৯৬৪ সালে দলের ভাঙনের পর থেকে এ পর্যন্ত বড় এই দলটি এমন সঙ্কটের মুখোমুখি হয়নি। ওই সময়ে কনজারভেটিরা তাদের মধ্যপন্থী প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে ক্ষমতা দখল করে এবং আরিজোনা অঙ্গরাজ্যের পাঁচবারের গবর্নর ব্যারি এম গোল্ডওয়াটারকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনীত করেন। তবে তিনি ডেমোক্র্যাটিক প্রার্থী লিন্ডন বি জনসনের কাছে ব্যাপক ব্যবধানে হেরে যান। রিচার্ড নর্টন স্মিথ নামে এক ইতিহাসবিদ বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। ওই সময়ে রিপাবলিকান পার্টি স্থায়ীভাবে ও গভীরভাবে পরিবর্তিত হয়ে যায়, যেমন হয়েছিল রাজনৈতিকভাবে। দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ট্রাম্পের মঙ্গলবারের পারফরমেন্সে অবস্থান আরও পোক্ত হওয়ায় পর রিপাবলিকানদের উভয় সঙ্কট আরও বেড়েছে। ট্রাম্পের সবচেয়ে অপ্রতিরোধ্য প্রতিদ্বন্দ্বী কে হতে পারেন, এ নিয়ে রিপাবলিকানদের মধ্যে কোন ঐকমত্য নেই এবং এই অল্প সময়ের মধ্যে কারও উত্থানের সম্ভাবনাও নেই। রিপাবলিকান নেতা, ইতিহাসবিদ ও কৌশলপ্রণেতারা মনে করছেন, রিপাবলিকান দলের সাংস্কৃতিক ও আদর্শগত প্রকাশ্য ভাঙন জোড়া লাগতে এক প্রজন্ম লাগতে পারে। অনেকের মতে, হোয়াইট হাউসে ডেমোক্র্যাটদের আরও চার বছর থাকার গ্যারান্টি দেবেন ট্রাম্প। লুইজিয়ানার সাবেক গবর্নর ববি জিন্দাল মঙ্গলবার এক সাক্ষাতকারে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করলে তা হবে রিপাবলিকান পার্টি থেকে হিলারি ক্লিনটনকে দেয়া সেরা উপহার। প্রাইমারি প্রচারে হিলারি জয়লাভ করলেও তাকে এখনও অনেক কাজ করতে হবে। উভয় দলের কর্মকর্তারা স্বীকার করেছেন যে, নবেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার মতো ভাল অবস্থানে আছেন এখন ডেমোক্র্যাটরা। -নিউইয়র্ক টাইমস
×