ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জনপ্রিয় খেলা

প্রকাশিত: ০৪:২৩, ৩ মার্চ ২০১৬

জনপ্রিয় খেলা

মোঃ শাহিন মিয়া বর্তমানে বাংলাদেশে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। দেশের তরুণ সমাজ ক্রিকেট খেলার প্রতি বেশি আসক্ত। তবে সকলেই জানি ও বিশ্বাস করি এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। শহর অঞ্চলে ফুটবলের প্রভাব কম কিন্তু গ্রামাঞ্চলে এর প্রভাব বেশি। দেশের সকল শ্রেণীর মানুষ এতে অংশগ্রহণ করে এবং এটি অনেক প্রাচীন ও বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা। অন্যদিকে ক্রিকেট একটি অধুনিক খেলা এবং এটি খেলতে প্রচুর সময়ের দরকার হয়। আবার ক্রিকেট খেলতে অনেক সরঞ্জামের প্রয়োজন যার মূল্যও অনেক। অন্যদিকে ফুটবল খেলতে তেমন সরঞ্জামের প্রয়োজন পড়ে না এবং সময়ও কম প্রয়োজন হয়। এছাড়াও ফুটবল খেলা সবাই বোঝে। যার ফলে-কৃষক, কামার, জেলে, মুচি, চাকুরে সকলেই খেলতে পারে। অন্যদিকে ক্রিকেট খেলার অনেক কঠিন নিয়ম-কানুন মানতে হয়, যার ফলে সকলেই খেলতে পারে না। তবে বাংলাদেশ ক্রিকেটে অনেক দূর এগিয়ে গেছে এবং অনেক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে বাংলাদেশ ফুটবলে তেমন উন্নতি করতে পারেনি। বাংলাদেশের ফুটবল এখনও বিশ্বব্যাপী সমাদৃত হয়নি, যা ক্রিকেটে হয়েছে। সম্প্রতি দেশে অনেক উন্নতমানের ক্রিকেট মাঠ তৈরি হয়েছে এবং আরও হচ্ছে। কিন্তু ফুটবলের জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম ব্যতীত দেশে তেমন উন্নতমানের মাঠ নেই। আমার মনে হয় ক্রীড়া বিভাগ ফুটবল থেকে ক্রিকেটের প্রতি বেশি আগ্রহী। আমাদের সকলকে সচেতন হতে হবে। ক্রিকেট ও ফুটবলকে সমানতালে এগিয়ে নিতে হবে। এজন্য আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ তৈরি করতে হবে। ভাল মানের খেলোয়াড় নির্বাচন করতে এবং সঠিকভাবে প্রশিক্ষণ প্রদান করতে হবে। তাহলেই ক্রিকেটের মতো এক সময় বাংলাদেশের ফুটবল বিশ্ববাসীর কাছে সমাদৃত হবে। উত্তরা বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে
×