ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমাদের ক্রিকেট আবেগ

প্রকাশিত: ০৪:২২, ৩ মার্চ ২০১৬

আমাদের ক্রিকেট আবেগ

আদীব মুমিন আজ আমাদের দেশে ক্রিকেট খেলা দেখে না বা ক্রিটেট খেলা বোঝে না এমন লোক হয়ত খুব কমই আছে। ক্রিকেট আমাদের জাতীয় খেলা নয় তার পরেও ক্রিকেট এখন প্রধান খেলায় পরিণত হয়েছে। গত এক দশকেরও বেশি সময় ক্রিকেটের সাফল্য এ খেলাকে বাংলাদেশের সর্বস্তরের মানুষের মনের মণিকোঠায় নিয়ে গিয়েছে। একই পরিবারের একজন একদল সমর্থন করলে আরেকজন অন্যদল। কিন্তু ক্রিকেটই একমাত্র খেলা বা ইস্যু যেখানে জাতি এক হয়ে যায়। যখন ক্রিকেট খেলা শুরু হয় তখন পুরো জাতি সকল ভেদাভেদ ভুলে এক হয়ে যায়। মন খুলে দোয়া করে যেন বাংলাদেশ দল জয়ী হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-অধ্যাপক থেকে শুরু করে রিক্সাচালক, দিনমজুর, চায়ের দোকানদার রাস্তার ঝাড়ুদার, বস্তির কিশোরী সবাই আনন্দিত হয়, সবার মুখে হাসি ফোটে- যখন বাংলাদেশ দল খেলায় জয়ী হয়। আমাদের মতো গরিব দেশে যেখানে মানুষের দুবেলা খাওয়ার পর বিনোদনের জন্য অন্যকিছুর ব্যবস্থা করা সম্ভব হয় না, তখন ক্রিকেট খেলা বা বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ম্যাচ বা টি২০ প্রধান বিনোদনের মাধ্যম হয়। আর ক্রিকেট আমাদের মনে কতটুকু স্থান করে নিয়েছে সেটি ২০১২ সালের এশিয়া কাপের ফাইনাল ম্যাচ না দেখলে বোঝা যাবে না। যখন বাংলাদেশ ২ রানে হেরে যায় এবং টিভির পর্দায় যখন সাকিব মুশফিকের কান্নার দৃশ্য ভেসে উঠে তখন পুরো জাতি একসঙ্গে কেঁদে ফেলে। আমার মনে হয় বাংলাদেশের আর কোন খেলা কিংবা ইস্যু এভাবে ১৬ কোটি বাঙালীকে একসঙ্গে কাঁদাতে কিংবা হাসাতে পারেনি। যেটা ক্রিকেট করেছে। এমনকি ঐ খেলার দিন একজন আত্মহত্যা এবং দুজন হার্ট এ্যাটাক হয়ে মারা যায় হারার বেদনা না সইতে পেরে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচিতি। বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো বিশেষ করে বিবিসি সিএনএন যেখানে বাংলাদেশ বিষয়ে দুর্নীতি, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক সহিংসতা ছাড়া কোন ধরনের ইতিবাচক সংবাদ প্রচার করে না সেখানে ক্রিকেটই একমাত্র ইতিবাচক সংবাদ হয় যখন বাংলাদেশ ইংল্যান্ডকে হারায়, যখন বাংলাদেশ ভারতকে হারায়। ফুটবলে বাংলাদেশের র‌্যাঙ্কিং ১৫০ প্লাস বা মাইনাস। ফুটবলে কৌশলের চেয়ে শারীরিক শক্তি বা সক্ষমতা বেশি প্রয়োজন। আমার মতে আমাদের এ অঞ্চলের মানুষ ফুটবলে বেশি ভাল না করার কারণ সেটাই। ভারত ও চীনের মতো দেশ তাই ফুটবলে বেশি বরাদ্দ দিয়েও তেমন সাফল্য পায় না। ঐ একটি কারণেই, প্রাকৃতিকভাবে শারীরিক সক্ষমতা কম হওয়ায়। অন্যদিকে ক্রিকেট হচ্ছে- মেধা, বুদ্ধি ও কৌশলের খেলা। তাই তো যখন বাংলাদেশের পাঁচ ফিট পাঁচ ইঞ্চির আশরাফুল অস্ট্রেলিয়ার সাত ফুট লম্বা বোলারদের পিটিয়ে সেঞ্চুরি হাঁকান তখন বিশ্ব অবাক হয়ে বাংলাদেশকে দেখে। ক্রিকেট এখন আর শুধু একটি খেলাতে সীমাবদ্ধ নেই। এটি এখন আমাদের জাতীয় আবেগ আশা-আকাক্সক্ষায় পরিণত হয়েছে। তাই ক্রিকেট বিষয়ে আমাদের আরও বেশি মনোযোগ দিতে হবে। কিভাবে এটিকে আরও বেশি জাতীয় ভূমিকায় রাখা যায় যেমন দুর্নীতি প্রতিরোধ ও দেশপ্রেমকে এর মাধ্যমে প্রচার করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে
×