ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশনের স্বচ্ছতা প্রমাণের সুযোগ এখনও আছে ॥ নোমান

প্রকাশিত: ০৯:৩৩, ২ মার্চ ২০১৬

নির্বাচন কমিশনের স্বচ্ছতা প্রমাণের সুযোগ এখনও আছে ॥ নোমান

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনের স্বচ্ছতা প্রমাণের সুযোগ এখনও আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। যে যে এলাকায় আওয়ামী লীগ প্রার্থীরা জোর করে একক প্রার্থী হয়েছেন সেসব এলাকায় নির্বাচন কমিশনকে নিজস্ব ক্ষমতা প্রয়োগের মাধ্যমে তিনি নতুন করে নির্বাচন প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান। আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলের সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরীন খান প্রমুখ। ১৯ মার্চ বিএনপির কাউন্সিল হবেই- রিজভী ॥ ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবেই বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষক কর্মচারী ঐক্যপরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, আমরা জাতীয় কাউন্সিলের জন্য প্রস্তুত। তাই সরকার কোন ষড়যন্ত্র করেই বিএনপির জাতীয় কাউন্সিল ঠেকাতে পারবে না।
×