ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পরিত্যক্ত পাইপে নিহত জিহাদের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ স্থগিতের শুনানি পেছাল

প্রকাশিত: ০৯:৩৩, ২ মার্চ ২০১৬

পরিত্যক্ত পাইপে নিহত জিহাদের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ স্থগিতের শুনানি পেছাল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত পাইপে পড়ে নিহত শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপীলের শুনানি দুই সপ্তাহ পিছিয়েছেন আপীল বিভাগের চেম্বার আদালত। জীবন বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোট। বাড়িওয়ালাদের মাধ্যমে ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের কার্যক্রম ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আইনী নোটিস পাঠিয়েছেন সুপ্রীমকোর্টের এক আইনজীবী। অন্যদিকে স্থগিত থাকা টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বৈধ নয় বলে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর করা লিভ টু আপীলের শুনানির জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছেন সুপ্রীমকোর্টের চেম্বার জজ আদালত। হাইকোর্টের রায় আপীলে স্থগিত হওয়ার পর এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড বন্ধে বিএসইসির নেয়া সিদ্ধান্ত স্থগিতের আপীলে ‘নো অর্ডার’ দিয়েছে সর্বোচ্চ আদালত। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। পরিত্যক্ত পাইপে পড়ে নিহত শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপীলের শুনানি দুই সপ্তাহ পিছিয়েছেন আপীল বিভাগের চেম্বার আদালত। মঙ্গলবার আপীল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত এই আদেশ দেন। আদালতে শিশু জিহাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম ও এ্যাডভোকেট হরিদাস পাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
×