ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১/১১’র কুশিলব প্রসঙ্গ তাদেরও ভুল স্বীকার করে অনুতপ্ত হওয়া উচিত ॥ ও. কাদের

প্রকাশিত: ০৯:৩২, ২ মার্চ ২০১৬

১/১১’র কুশিলব প্রসঙ্গ তাদেরও ভুল স্বীকার করে অনুতপ্ত হওয়া উচিত ॥ ও. কাদের

বিশেষ প্রতিনিধি ॥ এক-এগারোর কুশিলবদের সঙ্গে যেসব রাজনীতিক সহযোগিতা করেছেন তাঁদেরও ভুল স্বীকার করে অনুতপ্ত ও সংযত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে ষড়যন্ত্রে জড়িত রাজনীতিবিদরা ভুল স্বীকার করে অনুতপ্ত হলে আমরা অনেক অবাঞ্ছিত সত্য উদ্ঘাটন করতে পারব। মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরে আমরা সূর্যমুখী আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন : দেশ ও গণ মানুষের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে আর কখনও ওয়ান-ইলেভেন আসবে না। আরেকটি এক-এগারো ঘটানোর খায়েশও কোনদিন পূরণ হবে না। বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সংসদ সদস্য বেগম আখতার জাহান, গোলাম ফারুক প্রিন্স, জাতীয় প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার দেয়া হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম উপস্থিত থাকলেও মঞ্চে ওঠেননি।
×