ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢামেক থেকে বেসরকারী হাসপাতালে স্থানান্তর সুমাইয়াকে

প্রকাশিত: ০৯:২৩, ২ মার্চ ২০১৬

ঢামেক থেকে বেসরকারী হাসপাতালে স্থানান্তর সুমাইয়াকে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় বাড়ির রান্নাঘরের আগুনে দগ্ধ গৃহকর্ত্রী সুমাইয়া আক্তারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বেসরকারী একটি হাসপাতালে নিয়ে গেছে পরিবার। আগুনে স্বামী ও দুই ছেলে হারিয়ে মারাত্মক দগ্ধ গৃহকর্ত্রী সুমাইয়া আক্তারও এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মঙ্গলবার বিকালে ওই অবস্থায়ই ঢাকা মেডিক্যালে বার্ন ইউনিট থেকে ধানমণ্ডির সিটি হাসপাতালে নেয়া হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সম্বন্বয়ক ডাঃ সামন্তলাল সেন জানান, চিকিৎসকের অনুমতি ছিল না। তারপরও দগ্ধ সুমাইয়ার স্বজনরা তাকে অন্যত্র নিতে চাওয়ায় বাধ্য হয়ে তাকে ছাড়পত্র দিতে হয়েছে। সুমাইয়ার মামাতো ভাই আবু সুফিয়ান জানান, হাসপাতালের চিকিৎসা নিয়ে কোন অসন্তোষের কারণে নয়। মানসিক সান্ত¡নার জন্য সেখানে নেয়া হয়েছে। সুমাইয়ার শরীরের ৯০ শতাংশ আগুনে পুড়ে যায়।
×