ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারী কোটা বিলুপ্তির পরিবেশ এখনও হয়নি ॥ স্পীকার

প্রকাশিত: ০৬:৫৪, ২ মার্চ ২০১৬

নারী কোটা বিলুপ্তির পরিবেশ এখনও হয়নি ॥ স্পীকার

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন ক্ষেত্রে নারী কোটা বিলুপ্তির পরিবেশ এখনও তৈরি হয়নি। নারীরা এখনও অনগ্রসর থাকায় সরকারী ও বেসরকারী চাকরিসহ সকল ক্ষেত্রে কোটা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্থানীয় সরকার নির্বাচনে এখনও নারীদের জন্য কোটা থাকা উচিত বলে মনে করেন তিনি। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনী মিলনায়তনে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনকে সামনে রেখে ডিআরইউ আয়োজিত এক অনুষ্ঠানে স্পীকার এ কথা বলেন। ‘গণমাধ্যম ও নারী’ শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ নারী বিষয়ক সম্পাদক সুমী খান। বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় স্পীকার বলেন, নারী সমাজের অগ্রগতি হলেও বিশেষ কোটা বিলুপ্ত করার মতো পরিবেশ তৈরি হয়নি। কারণ তারা এখনও সমানভাবে এগিয়ে আসতে পারেনি। তাই মূলধারায় নারীদের অংশগ্রহণ সুপ্রসন্ন না হওয়া পর্যন্ত বিশেষ কোটা পদ্ধতি বহাল রাখতে হবে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে এই কোটা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সরাসরি ভোটে সবাই অংশ নেবে। কিন্তু নারীদের উঠে আসার জন্য কিছু আসন সংরক্ষিত রাখতে হবে। পাশাপাশি নারীদের সক্ষমতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি কর্মক্ষেত্রে নারীদের কর্মঘণ্টা সহনীয় করার আহ্বান জানান। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। তারপরও নারীর বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে। ঘরে বাইরে তারা নির্যাতনের শিকার হচ্ছে।
×