ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজের ইনজুরি দলের বড় ক্ষতি, তামিম ফেরায় স্বস্তি

সুযোগ হাতছাড়া করতে চান না মাশরাফি

প্রকাশিত: ০৬:২১, ২ মার্চ ২০১৬

সুযোগ হাতছাড়া করতে  চান না মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ ফাইনালে খেলার একটা জোর সম্ভাবনা তৈরি হয়েছে। সে পথটাকে আরও খোলাসা করার জন্য আজ পাকিস্তানের বিপক্ষে জয় প্রয়োজন বাংলাদেশের। সর্বশেষবারের মুখোমুখিতে পাকিস্তানকে টি২০ ক্রিকেটে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ দল। আর এবার এশিয়া কাপ টি২০ আসরে শ্রীলঙ্কাকেও বধ করেছে প্রথমবারের মতো। তবে এসব কিছুকেই অতীত মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি মনে করেন আরেকটি টুর্নামেন্ট এবং নতুন ম্যাচ সেজন্য জিততে হলে সর্বোচ্চ দিয়েই চেষ্টা করতে হবে। তবে মাশরাফি মনে করেন টানা দুই ম্যাচ জয়ের দিনে যেভাবে খেলেছে বাংলাদেশ সেভাবে খেলতে পারলে ফাইনালে খেলার যে সুযোগ উন্মুক্ত হয়েছে তা কাজে লাগানো যাবে পাকদের বিপক্ষে। অপরিহার্য ওপেনার তামিম ইকবাল দলে ফেরার কারণে স্বস্তি যেমন আছে তেমনি নির্ভরযোগ্য পেসার মুস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়ায় ছিটকে গেছেন সেটাকে বড় ক্ষতি বলে দাবি করলেন মাশরাফি। গত বছর পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো শুধু ওয়ানডে সিরিজই জেতেনি বাংলাদেশ, হোয়াইটওয়াশ করেছে। আর একমাত্র টি২০ ম্যাচেও পাকদের হারিয়েছে টাইগাররা। সে কারণে আজ পাকিস্তানের বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবে দল। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘মনে হয় না কোন সহায়ক বিষয় হবে। একজন অধিনায়ক হিসেবে তো বটেই, খেলোয়াড় হিসেবেও আমার একই কথা মনে হয়। কারণ নতুন দিন, নতুন খেলা ও নতুন টুর্নামেন্ট। আমরা আগে কী হয়েছে তা না ভেবে, কাল আমরা কতটা ভালভাবে শুরুটা করতে পারি, তা নিয়ে ভাবছি।’ আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে এখন ফাইনালে ওঠার সুযোগ বেড়ে গেছে বাংলাদেশের। পাকদের বিপক্ষে তাই মনেপ্রাণেই জয় চাইবে টাইগাররা। এ সুযোগের বিষয়ে মাশরাফি বলেন, ‘আমাদের সামনে আসলেই ফাইনাল খেলার খুব ভাল সুযোগ আছে। সর্বশেষ দুটি ম্যাচ যেভাবে খেলেছি, সেভাবে খেলতে পারলে অবশ্যই সুযোগ কাজে লাগানো যাবে। কিছু ভুলও অবশ্য ছিল। কিন্তু আমরা প্রয়োজনের সময় দরকারী কাজ করতে পেরেছি বলেই ম্যাচ দুটি জিততে পেরেছি। সম্ভাবনার কথা বলব যে, প্রতি জায়গায়ই সুযোগ আছে। তারা একবার টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া তাদের অনেক খেলোয়াড় বিভিন্ন জায়গায় টি২০ খেলে। তবে আমরা যদি ওদের দিকে না তাকিয়ে আমাদের পরিকল্পনাগুলো ঠিকঠাক প্রয়োগ করি, আমার মনে হয় আমাদের সব সুযোগই আছে।’ তবে পাকিস্তানের ভয়ানক পেস আক্রমণ নিয়েই যত ভয়। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘আমির তাদের মূল খেলোয়াড়। সে শুরুর দিকে উইকেট নিতে পারে। সব ধরনের বোলিং করার ক্ষমতা আছে তার। আমরা যদি তাকে শুরুর দিকে উইকেট না দেই বা খেলে যেতে পারি, তাহলে ভাল হবে।’ বাংলাদেশ দলের শক্তিমত্তায় কোন পরিবর্তন আসেনি মুস্তাফিজ ইনজুরিতে পড়ার কারণে মুস্তাফিজ ছিটকে গেলেও দলে ফিরেছেন তামিম। তবে দলের সমন্বয়ে একটা পরিবর্তন আসবে আজকের ম্যাচে। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘আমি আগেও বলেছি, তামিমের না থাকা সব সময় আমাদের জন্য কিছুটা অস্বস্তিকর বিষয়। সব ফরমেটে সে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। তামিম অনেক দিন ধরে খেলছে, সে অনেক অভিজ্ঞ। মুস্তাফিজের না থাকাটা আমাদের জন্য বড় ক্ষতি। কম্বিনেশনে তো পরিবর্তন হয়েই গেছে। যেহেতু মুস্তাফিজ খেলতে পারছে না। এটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ।’ মুস্তাফিজের জায়গায় আরেক তরুণ পেসার আবু হায়দার রনির খেলার দারুণ সম্ভাবনা আছে। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘ওর জায়গা নিয়ে খেলার মতো কোন বোলার এখন দলে নেই। তারপরও ওর জায়গায় যে আসবে তার জন্য কাজটা খুবই চ্যালেঞ্জিং হবে। আমাদের আসলে এসব নিয়ে আরাও ভাবতে হবে। কম্বিনেশন, প্রতিপক্ষ- এসব চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।’ এশিয়া কাপ থেকে টি২০ ক্রিকেটেও বাংলাদেশ দলটা বদলে যাচ্ছে বলে মনে হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে জেতার কারণে একটু বেশি অনুপ্রাণিত হয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘জয়-পরাজয় দিয়েই হয়ত সব সময় অনেক কিছু বিচার-বিশ্লেষণ করা হয়। সবাই জয়ের জন্যই খেলে। জিততে পারলে আত্মবিশ্বাসও বাড়ে- এটাই স্বাভাবিক। একটা দল যখন একটা বাজে পরিস্থিতি থেকে নতুন একটা সাফল্যের পথে যায়, তখন কিন্তু একটু একটু করেই উন্নতির দিকে তাকাতে হয়। রাতারাতি কিছু হয় না। আমরা শ্রীলঙ্কার সঙ্গে জিতেছি, এই জন্য অনেক কিছু ভাবছে সবাই। আমার কাছে মনে হয় না সে রকম। ভারতের বিপক্ষেও আমরা কিন্তু সঠিক পথেই ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে একটা পর্যায়ে গিয়ে আমরা পারিনি। এটাই কিন্তু বিষয়।’
×