ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফাঙ্গিসোর এ্যাকশন অবৈধ

প্রকাশিত: ০৬:২০, ২ মার্চ ২০১৬

ফাঙ্গিসোর এ্যাকশন  অবৈধ

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকান স্পিনার এ্যারন ফাঙ্গিসোর বোলিং এ্যাকশন অবৈধ। ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ার হাই পারফর্মেন্স সেন্টারে ফাঙ্গিসোর ডেলিভারি রেকর্ড করা হয়। পরীক্ষা শেষে জানানো হয়েছে, আইসিসির নিয়মে এই বোলারের সব ডেলিভারি অবৈধ। কারণ, তার প্রত্যেকটি ডেলিভারি অনুমোদিত ১৫ ডিগ্রীর সীমা অতিক্রম করে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আইনে এই অবস্থায় খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়ে থাকেন। গত সপ্তাহে ঘরোয়া মোমেন্টাম ওয়ান ডে কাপে খেলার সময় রিপোর্টেড হন ৩২ বছরের ফাঙ্গিসো। এখন তাকে এ্যাকশন শুধরে নতুন করে পরীক্ষা দিতে হবে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি২০ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ফাঙ্গিসোকে বিবেচনায় রাখা হচ্ছে না। যার অর্থ আসন্ন টি২০ বিশ্বকাপে বাঁহাতি এই লেগস্পিনারের খেলা নিয়ে বড় রকমের সংশয় তৈরি হলো। এর আগে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে কোকেন সেবনের মতো অঙ্গভঙ্গি করে ব্যাপক সমালোচিত হন কৃষ্ণাঙ্গ এই ক্রিকেটার। ওই দৃশ্য টেলিভিশনে লাইভ দেখানো হয়েছিল। পরে অবশ্য ক্ষমা চেয়েছিলেন তিনি।
×