ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘জঙ্গল’ গুঁড়িয়ে দিয়েছে ফ্রান্স

প্রকাশিত: ০৫:৩৩, ২ মার্চ ২০১৬

‘জঙ্গল’ গুঁড়িয়ে দিয়েছে ফ্রান্স

ফ্রান্সের বন্দরনগরী কোলনে দাঙ্গা পুলিশ শরণার্থীদের তাঁবুসহ সমস্ত বস্তি গুঁড়িয়ে দিয়েছে। ‘জঙ্গল’ খ্যাত এ বস্তিতে ইউরোপে আশ্রয় নেয়া আফগানিস্তান ও আফ্রিকান শরণার্থীরা বসবাস করত। দাঙ্গা পুলিশের সঙ্গে শরণার্থীদের এ উচ্ছেদ অভিযান নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে এবং বুলডোজার দিয়ে সমস্ত বস্তি গুঁড়িয়ে দেয়। বিক্ষোভকারীরা এ ঘটনার প্রতিবাদে দাঙ্গা পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে। কর্তৃপক্ষ জানায়, তারা এসব আশ্রয় প্রার্থীদের অন্যত্র সরানোর পরিকল্পনা নিয়েছে। প্যারিস হামলার পর ইউরোপজুড়ে নিরাপত্তা জোরদার হওয়ার পর শরণার্থীরা কিছুটা চাপের মুখে রয়েছে। আশ্রয় দেয়া প্রতিটি দেশ এখন অভিবাসন আইনে কড়াকড়ির পাশাপাশি সীমান্ত বন্ধের হুমকি দিয়েছে। সূত্র : বিবিসি
×