ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্র মুগ্ধকে বাঁচাতে সহায়তা দিন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:১২, ২ মার্চ ২০১৬

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্র মুবতাসিম শাহরিয়ারের (মুগ্ধ) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে গত চার বছর ধরে দুরারোগ্য প্রাইমারি ইমিউনো ডেফিসিয়েন্সিতে আক্রান্ত। এতে শিশুটির কান, হাত ও পায়ের সংযোগস্থলগুলো নষ্ট হয়ে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়েছে। সেল তৈরি হচ্ছে না। মুগ্ধর বাবা মোঃ শওকত আলী ঝিনাইদহ পিটিআইয়ের সহকারী লাইব্রেরিয়ান। মুগ্ধকে চার সপ্তাহে একটি আইভিআইজি ইনজেকশন দিতে হচ্ছে। এর মূল্য প্রায় ৩৬ হাজার টাকা। ভারতের একটি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে পারলে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারবে সে। ছেলেটির চিকিৎসায় এরই মধ্যে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। ব্যয়বহুল এই চিকিৎসা ব্যয় মেটানো তার বাবার পক্ষে আর সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা ভাল না। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় ছেলের চিকিৎসার জন্য সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন তার বাবা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে -০১৭২১৪৭৫৭৭৫। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ শওকত আলী, সঞ্চয়ী হিসাব-০০২১৩৭১৮১, সোনালী ব্যাংক, ঝিনাইদহ শাখা, ঝিনাইদহ। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×