ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১/১১ সময়ে এরশাদকে তো জেলে যেতে হয়নি ॥ আনিস

প্রকাশিত: ০৫:০৮, ২ মার্চ ২০১৬

১/১১ সময়ে এরশাদকে তো জেলে যেতে হয়নি ॥ আনিস

স্টাফ রিপোর্টার ॥ এক/এগারো সময় দলের দায়িত্ব নেয়ার কারণেই এরশাদকে জেলে যেতে হয়নি বলে দাবি করেছেন পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। উল্লেখ্য, সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ১/১১ সময় মাইনাস টু নয়, মাইনাস থ্রি করার চেষ্টা হয়েছিল। কিন্তু মানুষ জানে আওয়ামী লীগ সভানেত্রী ও বিএনপি চেয়ারপার্সনের মাইনাস হওয়ার কথা। তখন আমাকেও দল থেকে মাইনাস করার ষড়ন্ত্র হয়েছিল। এই ষড়যন্ত্রে নিজ দলের শীর্ষ নেতা ব্যারিস্টার আনিসুল ইসলামসহ অনেকেই যুক্ত ছিলেন বলে অভিযোগ করেন এরশাদ। জবাবে আনিসুল ইসলাম বলেন, এরশাদ না বুঝে অনেক কথাই বলছেন। তার এই অভিযোগের কোন ভিত্তি নেই। মঙ্গলবার আনিসুল ইসলাম আরও বলেন, এক/এগারোর সময় তিনি দলের দায়িত্ব নেয়ায় এরশাদ গ্রেফতারের হাত থেকে বেঁচেছেন। তাছাড়া এরশাদের সঙ্গে পরামর্শ করেই সে সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। সে কারণে মাইনাস থ্রি ফরমুলায় এরশাদ পড়েননি বলেও জানান তিনি। এরশাদের বক্তব্যকে অসত্য দাবি করে পানিসম্পদমন্ত্রী বলেন, যদি তাকে সরিয়ে চেয়ারম্যান হই, তবে তার (এরশাদের) ছেলের লিগ্যাল গার্ডিয়ান হলাম কী ভাবে। নিজের ভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান করায় প্রেস ব্রিফিংয়ে এরশাদের সমালোচনা করেন আনিসুল ইসলাম। তিনি বলেন, নিজের ভাইকে দলের কো-চেয়ারম্যান করার অধিকার তার নেই। তিনি একক ক্ষমতাবলে যা ইচ্ছে তাই করতে পারেন না। গত ২৮ ফেব্রুয়ারি শেরপুরে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এরশাদ বলেন, আনিসুল ইসলাম মাহমুদ ওই সময় আমাকে সরিয়ে অবৈধভাবে দলের চেয়ারম্যান হয়েছিলেন। এক/এগারোর হোতাদের সঙ্গে হাত মিলিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন বলেও দাবি করেন প্রাক্তন এ রাষ্ট্রপতি। তিনি বলেন, আমি ১/১১ হোতাদের সঙ্গে তারও বিচার দাবি করছি।
×