ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বড়লেখার দুই রাজাকার মান্নান ও আজিজ গ্রেফতার

প্রকাশিত: ০৪:৫৯, ২ মার্চ ২০১৬

বড়লেখার দুই রাজাকার মান্নান ও আজিজ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলবীবাজারের বড়লেখা উপজেলা থেকে দুই রাজাকার আবদুল মান্নান (৬৫) ও আবদুল আজিজকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। এর আগে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর মধ্যে বড়লেখা পুলিশ দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের করিমগঞ্জের পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ৬ মার্চ থেকে তাদের আসামির পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। বিচারপতি মোঃ শাহিদুর ইসলামের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার এ আদেশ প্রদান করেছেন। ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার পাখিয়ালা ও শাহবাজপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে দুই রাজাকারকে গ্রেফতার করে বড়লেখা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই যুদ্ধাপরাধীকে নিজ নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের ঢাকায় পাঠানো হবে বলে জানা গেছে। এর আগে মানবতাবরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ মামলার আসামি তিনজন হলেন- আব্দুল মান্নান ওরফে মনাই মিয়া (৬৪), আব্দুল আজিজ ওরফে আবুল (৬৩) ও আব্দুল মতিন (৬১)। আসামিদের মধ্যে দু’জন আব্দুল আজিজ ও আব্দুল মতিন সম্পর্কে সহোদর। তারা একাত্তরে ছাত্রলীগ করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এ দুই সহোদর মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতের বারপুঞ্জিতে যান। কিন্তু প্রশিক্ষণরত অবস্থায় তারা পালিয়ে এসে রাজাকার বাহিনীতে যোগ দেন। অপর আসামি আব্দুল মান্নান একাত্তরে স্থানীয় মুসলিম লীগের নেতা ছিলেন। মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ পরোয়ানা জারি করেন বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে দুই সদস্যের ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী। আসামি তিনজনের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, লুট, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অভিযোগ পাওয়া গেছে উল্লেখ করে আবেদনে তাদের গ্রেফতার চাওয়া হয়। সাফাই সাক্ষী ৬ মার্চ ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের করিমগঞ্জের পাঁচজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ৬ মার্চ থেকে তাদের পক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
×