ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাজত থেকে ছাড়া পেয়ে বখাটেরা মাথার চুল কেটে দিল গৃহবধূর

প্রকাশিত: ০৪:৫৮, ২ মার্চ ২০১৬

হাজত থেকে ছাড়া  পেয়ে বখাটেরা  মাথার চুল কেটে দিল গৃহবধূর

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১ মার্চ ॥ কুষ্টিয়ায় থানা হাজত থেকে ছাড়া পেয়ে বখাটেরা এবার ইভটিজিং মামলার বাদিনীকে বাড়ি থেকে ধরে নিয়ে শারীরিক নির্যাতন ও তার মাথার চুল কেটে দিয়েছে। মানসিকভাবে চরম বিপর্যস্ত নির্যাতিত ওই গৃহবধূ শামেলা খাতুন বর্তমানে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এ ঘটনায় পুলিশ দুই বখাটেকে আটক করার পর টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেয় বলে অভিযোগ রয়েছে। এদিকে বখাটে যুবকদের ভয়ে ইভটিজিঙের শিকার শামেলা খাতুনের স্বামী ও সন্তানরা এখন নিজ বাড়িতে ফিরতে পারছে না। প্রত্যক্ষদর্শী জানায়, গত ২৭ ফেব্রুয়ারি খোকসা উপজেলার বাদশার ছেলে তৌহিদ, আকুববারের ছেলে আশরাফ, আয়াত আলীর ছেলে শরিফুল ও কুটু ম-লের ছেলে সুমন মিথ্যা অপবাদ দিয়ে দিনমজুর মিন্টু শেখের স্ত্রী তিন সন্তানের জননী শামেলাকে বেদম মারধর করে। ওই ঘটনার পর নির্যাতিত গৃহবধূ খোকসা থানায় লিখিত অভিযোগ দেয়। পরে পুলিশ বখাটে তৌহিদ ও শরিফুলকে আটক করলেও একদিন পর পুলিশ তাদের দুইজনকে থানা হেফাজত থেকে ছেড়ে দেয়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই দুই বখাটেকে ছেড়ে দেয়া হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
×