ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৪৩, ২ মার্চ ২০১৬

টুকরো খবর

মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১ মার্চ ॥ কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আহসান হাবিব হক্কুকে মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে স্থানীয় কৃষকলীগের উদ্যোগে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। দুপুরে কেন্দুয়ার রওশন ইজদানী একাডেমির সামনে এ কর্মসূচী পালিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন : উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কদ্দুস মাস্টার, মুক্তিযোদ্ধা শামছুল আলম তালুকদার ফেরদৌস, আঃ রাশিদ, সৈয়দুজ্জামান স্বপন, রফিকুজ্জামান, শেখ মোফাজ্জল হোসেন প্রমুখ। সিলেটে ৫ নেতাকর্মী জেলহাজতে স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ নাশকতার দুটি মামলায় বিয়ানীবাজার বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামিরা হচ্ছে Ñউপজেলার দুবাগ বয়লাপুর গ্রামের জামাল আহমদের ছেলে কিবরিয়া, কসবা বাগেরটিলা গ্রামের মৃত শাকুর খানের পুত্র নজরুল ইসলাম ও রমুজ আলীর পুত্র নুর উদ্দিন, পাতন গ্রামের আসাফ আলীর পুত্র সেলিম আহমদ এবং পটুখালিরপার বাজারের আলতাব হোসেনের পুত্র শাহজাহান। দিনাজপুরে মূর্তি উদ্ধার স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হিলি সীমান্তের চেংগ্রামের একটি বাড়িতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তিসহ এক মহিলাকে আটক করেছে বিজিবি সদস্যরা। বাছিয়া বেগম (৪৫) নামে ওই মহিলা চেংগ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী। উদ্ধার করা মূর্তির মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানায় বিজিবি। বাল্যবিয়ে বন্ধে শপথ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চপুর স্কুল এ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে বেলুন উড়িয়ে এ ঘোষণা দেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান। গণসমাবেশের সভাপতি বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত উপজেলা ঘোষণার উদ্যোক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী এ সময় শপথবাক্য পাঠ করান। তক্ষক পাচারকালে আটক পাঁচ নিজস্ব সংবাদদাতা, সাভার, ১ মার্চ ॥ ধামরাইয়ে বিরল প্রজাতির একটি তক্ষক পাচারকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ধামরাইয়ের সানোরা এলাকা থেকে তক্ষকসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো রলিম, আব্দুল রাজ্জাক, কবির, ফয়জুল হক ও স্বপন। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ধামরাই ও আশপাশের এলাকায় বিরল প্রজাতির তক্ষক কেনা-বেচার নাম করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের বোয়ালখালী খালের ‘মিলিটারি সেত’ু ভাঙার সময় গার্ডার ধসে নিখোঁজ শ্রমিক আবুল হাশেমের (২৮) মৃতদেহ মঙ্গলবার দুপুরে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ৪৪ ঘণ্টা পর এ শ্রমিকের দেহ উদ্ধার হল। উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী ডুবুরি নুরে আলম জানান, সকাল ১০টার দিকে দ্বিতীয়বারের মতো উদ্ধার অভিযানে নামেন তারা। ভাটার টানে খালে পানি কমে এলে উদ্ধার অভিযান শুরু করে দলটি। শিক্ষা উপকরণ বিতরণ সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১ মার্চ ॥ রায়পুরে ১২৬ ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ ও টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বামনী ইউনিয়নের কেএস পাবলিক উচ্চ বিদ্যালয়ের আবুল হাশেম স্মৃতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিদ্যালয় মাঠে এ উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আবুল হাসনাত সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রায়পুর পৌর মেয়র ইসমাইল খোকন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, পৌর আ.লীগের আহব্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ ও থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন।
×