ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় সোয়া ২ কেজি হেরোইনসহ আটক ৫

প্রকাশিত: ০৩:৪১, ২ মার্চ ২০১৬

বগুড়ায় সোয়া ২ কেজি  হেরোইনসহ আটক ৫

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ বগুড়ায় সোয়া দু’কেজি হেরোইন, বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় ২টি প্রাইভেটকার ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত বেশকিছু সামগ্রী উদ্ধার হয়। আটককৃতরা হলো- সোনালী বেগম, আবুল কাশেম, তফিল উদ্দিন, রিমন ওরফে সবুজ ও সনি খাতুন। এরা এ অঞ্চলের বৃহৎ মাদক কারবারি চক্রের সদস্য। গত কয়েক বছরের মধ্যে এটাই বগুড়ায় সবচেয়ে বড় ধরনের মাদক চালান আটকের ঘটনা বলে র‌্যাব জানায়। মঙ্গলবার বিকেলে বগুড়া র‌্যাব স্পেশালাইজড কোম্পানি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ বিপুল পরিমাণ মাদক আটকের বিষয়টি তুলে ধরেন র‌্যাব-১২’র অধিনায়ক শাহাবুদ্দিন খান। র‌্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে শহরতলীর বারপুর এলাকার দুটি স্থানে অভিযান চালান হয়। প্রথমে সেখানকার একটি গ্যারেজ ও পরে একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে মাদক, ৪৭ হাজার ৪৮৫ টাকা ও অন্যান্য সামগ্রী আটক হয়। মাদকগুলো প্রাইভেট কারের ইঞ্জিনের ভেতরে কৌশলে লুকানো ছিল। উদ্ধারকৃত মাদকের মধ্যে হেরোইন ছাড়াও ৭ হাজার ৩৩৫ পিস ইয়াবা রয়েছে। এই হেরোইন ও ইয়াবার মূল্য প্রায় পৌনে ৩ কোটি টাকা। এছাড়া ৯টি মোবাইল ফোন ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত পরিমাপক যন্ত্র আটক করা হয়। র‌্যাব জানিয়েছে, আটককৃতরা একটি মাদক সিন্ডিকেটের সদস্য।
×