ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষাখাতে চসিকের ৪০ কোটি টাকা ভর্তুকি

প্রকাশিত: ০৩:৪১, ২ মার্চ ২০১৬

শিক্ষাখাতে চসিকের ৪০ কোটি টাকা ভর্তুকি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিক্ষা ও স্বাস্থ্য সেবা খাতে নগরবাসীর কাছ থেকে এক টাকাও হোল্ডিং ট্যাক্স নেয়া হয় না। তার উপরে শিক্ষা খাতে প্রতিবছর প্রায় ৪০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চসিক পরিচালিত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভায় সোমবার এ তথ্য জানান মেয়র আ জ ম নাছির উদ্দিন। চসিক সূত্রে জানানো হয়, কর্পোরেশন পরিচালিত কৃষ্ণ কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর কাট্টলী বালিকা বিদ্যালয় ও কলেজ, জামাল খান কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়, পশ্চিম মাদারবাড়ি বালিকা উচ্চবিদ্যালয় ও পূর্ব বাকলিয়া উচ্চবিদ্যালয়ে বোর্ড মিটিংয়ে সভাপতির বক্তব্য রাখেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, আগামী অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদফতর থেকে শিক্ষা ভবন নির্মাণে প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে। নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী সিটি কর্পোরেশন পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার হারসহ মান বৃদ্ধি করতে হবে। কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের ঠিকানা। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ১৫ শতাংশ বিনা ও অর্ধ বেতনে লেখাপড়ার সুযোগ পাচ্ছে।
×