ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানসিক ভারসাম্যহীন তরুণীর পরিবারের খোঁজ মেলেনি

প্রকাশিত: ০৩:৩৮, ২ মার্চ ২০১৬

মানসিক ভারসাম্যহীন  তরুণীর পরিবারের  খোঁজ মেলেনি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ মার্চ ॥ সদর হাসপাতালের মহিলা অর্থপেডিক ওয়ার্ডের ৮৯ নং বেডে ভর্তিকৃত সুমি (২২) নামে প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন তরুণীর ২ মাসেও কোন অভিভাবকের সন্ধান মিলছে না। ওই তরুণী তার নাম সুমি এবং বাড়ি কুষ্টিয়া বলে জানালেও তার পিতা-মাতা বা কোন অভিভাবকের নাম বলতে পারছে না। তাকে নিয়ে হাসপাতার কর্তৃপক্ষ চরম বিব্রতকর অবস্থায় পড়েছে। মাঝে মধ্যেই সে কর্তব্যরত নার্সদের ওপর মারমুখী হয়ে উঠছে। ওয়ার্ডে ভর্তি অন্য রোগিণীর সঙ্গে সে খারাপ আচরণ করছে। ওয়ার্ডের ভর্তিকৃত রোগীরা চরম আতঙ্কে রয়েছে। হাসপাতালের তত্ত্ব¡াবধায়ক ডা. আনজুমান আরা জানান, গত জানুয়ারি মাসের ৫ তারিখ বেলা ১১টা ৫০ মিনিটে তাকে সান্তাহার রেল স্টেশন থেকে আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভর্তি করে রেখে যায়। তার অস্বাভাবিক আচরণে শুধু ডাক্তার-নার্সই নয়, ওই ওয়ার্ডের ভর্তিকৃত সকল রোগী সন্ত্রস্ত হয়ে পড়েছে।
×