ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির তালিকায় বীমা খাতের চার কোম্পানি

প্রকাশিত: ০৩:৩৩, ২ মার্চ ২০১৬

দরবৃদ্ধির তালিকায় বীমা  খাতের চার কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনারে আধিপত্য বিস্তার করছে বীমা খাত। দিনটিতে এই তালিকার ১০ কোম্পানির মধ্যে ৪টিই বীমা খাতের। এ খাতের নেতৃত্বে ছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা গেছে, দিনটিতে এই তালিকায় থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৩ টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন করে ৩৯ টাকা ৮০ পয়সা দরে। এদিন ৭৬৮ বারে কোম্পানিটির লেনদেন হয়েছে ৬ লাখ ৫ হাজার ২৭৯টি শেয়ার। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৮ পয়সা বা ৮ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ লেনদেন ৩৪ টাকা ৬০ পয়সা দরে। এদিন ৫০৫ বারে কোম্পানিটির ৫ লাখ ৪৩ হাজার ৮৫২টি শেয়ার লেনদেন হয়। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এ খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। এদিন শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৬ পয়সা বা ৬ দশমিক ৩৫ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ১১০ টাকা ৫০ পয়সা দরে। এদিন ১ হাজার ৯১৭ বারে কোম্পানির ৫ লাখ ৯৯ হাজার ৯৬৫টি শেয়ার লেনদেন করে। এ তালিকায় সপ্তম স্থানে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৫ পয়সা বা ৪ দশমিক ০৪ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ৩৮ টাকা ৬০ পয়সা দরে। এদিন ২৮৫ বারে কোম্পানির ১ লাখ ৭০ হাজার ৫৮৩টি শেয়ার লেনদেন করে।
×