ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী আইসিটি মেলা

প্রকাশিত: ০১:০৩, ১ মার্চ ২০১৬

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী আইসিটি মেলা

স্টাফ রিপোর্টার ॥ আইসিটি এক্সপো (মেলা) উদ্যোক্তা তৈরির একটি বড় প্লাটফর্ম। এই মেলায় অংশ নিয়ে উদ্যোক্তাদের উৎপাদিত প্রযুক্তি পণ্য বিশ্ব বাজারে রফতানি করতে পারেন। তাদের পণ্যের গুনগত মানও যাচাই করার সুযোগ পান। ভাল প্রযুক্তি পণ্য উৎপাদন করে এমন প্রতিষ্ঠান গুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার মনোভাবও গড়ে তুলতে সাহায্য করে আইসিটি এক্সপো। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া আইসিটি এক্সপো-২০১৬ নিয়ে মঙ্গলবার বিআইসিসি’তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৬। চলবে ৫ মার্চ শনিবার পর্যন্ত। মেলায় ৫৯টি প্যাভেলিয়ন ও ৭০টি ছোট-বড় স্টল থাকবে। মেলা বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হলেও উদ্বোধন হবে বিকেল ৩টায়। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মেলার উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে জুনাইদ আহমেদ পলক বলেন, আইসিটির অন্যতম লক্ষ্য হলো এই খাতের উদ্যোক্তা তৈরি করা। গত বছর বাংলাদেশ পাঁচ লাখ ল্যাপটপ, তিন কোটি মোবাইল, ৬০ লাখ স্মার্টফোন আমদানি করেছে। এক্ষেত্রে আমদানির পরিবর্তে উৎপাদন ও অ্যাসেম্বিলিং করতে হবে। এতে কর্মসংস্থানের সুযোগ এবং বৈদেশিক মুদ্রা অর্জন হবে। ল্যাপটপ, মোবাইল ইত্যাদি উৎপাদনের লক্ষ্যে এরই মধ্যে হাইটেক পার্ক স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী ২-৩ বছরের মধ্যে এগুলো এ পার্কে উৎপাদন করা সম্ভব হবে।
×