ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দুই সহোদরের মৃত্যু

প্রকাশিত: ০৮:৩৬, ১ মার্চ ২০১৬

রাজধানীতে দুই সহোদরের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ চাইনিজ খাবার খেয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। পুলিশ বলছে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রাজধানীর রামপুরার বাসিন্দা ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ইশরাত জাহান অরনী (১৪) এবং তার ছোট ভাই আলভী আমান (৬)। শিশু দুটির খালা আফরোজা মিলা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, রবিবার রাতে তারা একটি চাইনিজের দোকানে ফাস্টফুড খেয়েছিল। এরপর বাসায় গিয়ে তারা ঘুমিয়ে পড়ে। তারা সোমবার দুপুরে আবারও ফ্রিজে রাখা চাইনিজ খাবারের অবশিষ্ট অংশ গরম করে খেয়েছিল। এরপর ঘুমিয়ে পড়লে আর ঘুম থেকে উঠেনি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, সোমবার রাত ৮টার দিকে শিশু দুটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পোশাক ব্যবসায়ী বাবা আমানুল্লাহ ও মা মাহফুজা মালেক জেসমিনের সঙ্গে রামপুরা থানার বনশ্রীর বি ব্লকের চার নম্বর রোডের নয় নম্বর বাসায় থাকত তারা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তানদের মৃত্যুর খবর পেয়ে নির্বাক হয়ে পড়েছেন পিতা-মাতা। আমানুল্লাহর বন্ধু জাহিদ জনান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে আমানুল্লাহ তার বাড্ডার অফিসে ছিল। আমাকে ফোন করে বলে দেখ তো, তোর ভাবী কেন ফোন করে কান্নাকাটি করছে? এরপর ওদের বাসায় গিয়ে দেখি অরনী ও আলভী ঘুম থেকে উঠছে না। পরে ওদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। রাতে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বনশ্রীর একটি রেস্টুরেন্টের চাইনিজ খেয়ে ওই শিশুরা মারা গিয়েছে বলে খবর পেলাম। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
×