ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প হস্তান্তর ॥ বাণিজ্যিক উৎপাদন শুরু আজ

প্রকাশিত: ০৮:৩৩, ১ মার্চ ২০১৬

শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প হস্তান্তর ॥ বাণিজ্যিক উৎপাদন শুরু আজ

শাহজালাল ফার্টিলাইজার প্রজেক্টের সার্বিক কাজ শেষে সোমবার চীনের সাধারণ ঠিকাদার মেসার্স কমপ্ল্যান্ট বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) কাছে হস্তান্তর করেছে। আজ মঙ্গলবার বিসিআইসির নিয়ন্ত্রণাধীন শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড হিসেবে বাণিজ্যিক উৎপাদন শুরু করছে। উল্লেখ্য, গত ২০১২ সালের ২৪ মার্চ বার্ষিক ৫ লাখ ৮০ হাজার ৮শ’ মেঃ টন ক্ষমতাসম্পন্ন এই সার কারখানাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করা যাচ্ছে আগামী ১ মাসের মধ্যে প্রধানমন্ত্রী কারখানার বাণিজ্যিক উৎপাদন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
×