ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৫ মার্চের মধ্যে ঢাকার সব বাড়িওয়ালা ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দিতে হবে

প্রকাশিত: ০৮:২৯, ১ মার্চ ২০১৬

১৫ মার্চের মধ্যে ঢাকার সব  বাড়িওয়ালা ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দিতে হবে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৫ মার্চের মধ্যে ঢাকার সব বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দিতে ঢাকা মহানগর পুলিশের তরফ থেকে আবারও আহ্বান জানানো হয়েছে। এসব তথ্য ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক রাখতে ব্যবহৃত হবে। অন্য কোন কাজে ব্যবহৃত হবে না। এমনকি এসব তথ্য যথাযথভাবে সংরক্ষণ করা হবে। ব্যক্তিগত তথ্য দেয়ার কারণে নিরাপরাধ কেউ হয়রানির শিকার হবেন না। যদি কোন নিরাপরাধ ব্যক্তি কোন পুলিশ সদস্যের দ্বারা হয়রানির শিকার হন, তাহলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। তিনি আরও বলেন, ইতোমধ্যেই প্রতিটি বাড়িতে পর্যাপ্ত পরিমাণ ফরম বিতরণ করা হয়েছে। ফরমে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের যাবতীয় তথ্য সরবরাহের জন্য নির্ধারিত ছক রয়েছে। আশা করি বাড়িওয়ালা ও ভাড়াটিয়ারা সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন। এসব তথ্য দিয়ে একটি ডাটাবেজ তৈরি করা হবে। ডাটাবেজ তৈরি হলে কোন এলাকায় কি পরিমাণ বাড়ি, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা বিষয় সম্পর্কে তথ্য পাওয়া যাবে। এতে করে পুলিশের পক্ষে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক রাখা সহজ হবে। মূলত প্রতিটি এলাকায় বিট পুলিশিং চালুর উদ্দেশ্যেই এসব তথ্য সংগ্রহ করা হবে। এমন তথ্য মানুষের কল্যাণে কাজে লাগানো হবে। অন্য কোন কাজে লাগানো হবে না। যদি কোন পুলিশ সদস্য এসব তথ্যের অপব্যবহার করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসব তথ্য দিলে পুলিশ ওই এলাকা, বাড়িঘর, মানুষজন, ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা বিষয়ে জানবে। যা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও সহজ হবে। ঢাকার ৪৯টি থানার আওতাধীন প্রতিটি বাড়ি থেকে এই তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রতিটি ফরমে ভাড়াটিয়াদের ছবি, তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসপোর্ট নম্বর, ফোন নম্বর, জন্ম তারিখসহ বাসার বাসিন্দা এবং গৃহকর্মী ও ড্রাইভারের তথ্য চাওয়া হয়েছে।
×