ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংসদের নবম অধিবেশনের সমাপ্তি

প্রকাশিত: ০৮:০৭, ১ মার্চ ২০১৬

সংসদের নবম অধিবেশনের সমাপ্তি

সংসদ রিপোর্টার ॥ পর্দা নামল দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের। ২৭ কার্যদিবস চলার পর রবিবার শেষ হয় এই দীর্ঘ অধিবেশনের। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বক্তব্যের পর অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির ঘোষণা পাঠ করে জাতীয় সংসদের সমাপ্তি ঘোষণা করেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। গত ২০ জানুয়ারি শুরু হওয়া বছরের প্রথম এ অধিবেশনে রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা ছিল প্রতিটি কার্যদিবসের মূল কার্যসূচী। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাসহ সরকারী দল, বিরোধী দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২১১ জন ৫৩ ঘণ্টা ৪৬ মিনিট ধরে অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নেন। দশম সংসদের তৃতীয় বছরের প্রথম এ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮৯ প্রশ্নের উত্তর দেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত ৪ হাজার ৯২২ প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৪৪ প্রশ্নের জবাব দেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। চলতি অধিবেশনে মোট নয়টি বিল পাস হয়েছে। এ ছাড়া সংসদে আলোচনার জন্য ৭১ বিধিতে ২৮৫ জনগুরুত্বপূর্ণ নোটিস জমা পড়ে। এর মধ্যে ১৫টি নোটিস গৃহীত হয়। তিনটি নোটিস আলোচিত হয়।
×