ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধরাছোঁয়ার বাইরে বার্সিলোনা

প্রকাশিত: ০৭:০১, ১ মার্চ ২০১৬

ধরাছোঁয়ার বাইরে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ভর করেছিল শঙ্কা। প্রথম পর্বের ম্যাচে সেভিয়ার মাঠে ২-১ গোলে হেরেছিল বার্সিলোনা। রবিবার রাতে ন্যুক্যাম্পেও প্রথমে গোল হজম করে স্বাগতিকরা। তবে প্রাণভোমরা লিওনেল মেসির নৈপুণ্যে এবার কোন অঘটন ঘটেনি। সেই একই ব্যবধানে (২-১) সেভিয়াকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে বার্সিলোনা। এই জয়ে শিরোপা ধরে রাখার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে লুইস এনরিকের দল। বার্সিলোনার পয়েন্ট বেড়ে হয়েছে ২৬ ম্যাচে ৬৬। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এ্যাটলেটিকো মাদ্রিদ। আগের দিন তাদের কাছে হারা রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। অর্থাৎ দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে যথাক্রমে ৮ ও ১২ পয়েন্ট এগিয়ে আছে বার্সা। গত ৩ অক্টোবরে সেভিয়ার মাঠ থেকে হেরে আসার পর কোন প্রতিযোগিতাতেই আর হারেনি বার্সিলোনা। এই নিয়ে স্পেনের অন্যতম সফল দলটি টানা ৩৪ ম্যাচ ধরে অপরাজিত আছে। ফলে রিয়াল মাদ্রিদের রেকর্ডে ভাগ বসিয়েছে কাতালানরা। নিজেদের পরবর্তী ম্যাচে জয় কিংবা ড্র করলেই রিয়ালের ২৭ বছরের পুরনো ভেঙ্গে ফেলবে বার্সা। আগামী বৃহস্পতিবার লা লিগার ম্যাচে রায়ো ভায়োকানোর মুখোমুখি হবে গত মৌসুমের ট্রেবলজয়ীরা। ঘরের মাঠে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সিলোনা। কিন্তু অল্প সময়ের ব্যবধানে দুইবার ক্রসবারে বল লাগার হতাশায় ডোবে তারা। প্রথমে মেসির কর্নার সেভিয়া গোলরক্ষক কোনমতে ফেরানোর পর ক্রসবারে প্রতিহত হয়। ফিরতি বলে লুইস সুয়ারেজের জোরালো শট পোস্টে লাগে। অনেকটা খেলার ধারার বিপরীতে ২০ মিনিটে এগিয়ে যায় সেভিয়া। অফ সাইডের ফাঁদ ভেঙ্গে সুযোগ সৃষ্টি করেন মাইকেল ক্রন-ডেহলি। তিনি বল বাড়ান ফরাসী ডিফেন্ডার বেনোইটকে। তার কাছ থেকে বল পেয়ে মাচিন পেরেজ কোনাকুনি শটে বার্সা গোলরক্ষক ক্লাউডিও ব্রাভোকে পরাস্ত করেন। সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি বার্সিলোনা। আডিল রামি ডি বক্সের ঠিক বাইরে সুয়ারেজকে ফাউল করলে ফ্রিকিক পায় স্বাগতিকরা। ৩১ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত ফ্রিকিকে গোল করেন মেসি। বিরতির পর শুরুতেই এগিয়ে যায় কাতালানরা। মেসি-সুয়ারেজের চমৎকার বোঝাপড়ার ফলে গোলটি আসে। ৪৮ মিনিটে দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে মেসির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে চোখের পলকে সুয়ারেজ সামনে বাড়ান। সহজেই লক্ষ্যভেদ করেন জেরার্ড পিকে। কিছুক্ষণ পর সমতায় ফেরার সুযোগ পায় সেভিয়া। কেভিন গামেইরোর দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক। এরপর আর কোন দলই গোলের দেখা না পেলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
×