ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড থেকে ছিটকে গেলেন রুনি

প্রকাশিত: ০৬:৫৯, ১ মার্চ ২০১৬

ইংল্যান্ড থেকে ছিটকে গেলেন রুনি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের হয়ে প্রীতি ম্যাচে খেলতে না পারার ধারণাটা আগে থেকেই ছিল। রবিবার তা নিশ্চিত করে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ কোচ লুইস ভ্যান গাল। তিনি সুস্পষ্ট করে জানিয়ে দিলেন, আগামী মাসে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবং হল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ওয়েন রুনিকে পাবে না রয় হডসনের ইংল্যান্ড। এ বিষয়ে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘না, সে আগামী মাসে ইংল্যান্ডের জন্য প্রস্তুত হতে পারবে না। সে এখনও ইনজুরির মধ্যে আছে। আগাম আড়াই সপ্তাহ পর তাকে আবার পর্যবেক্ষণ করা হবে। সে এখন পুরোপুরি বিশ্রামে আছে। এই মুহূর্তে তার পক্ষে কোন কিছুই করা সম্ভব নয়। এরপর তাকে আমাদের জন্য প্রস্তুত হতে হবে ইংল্যান্ডের জন্য নয়।’ চলতি মাসের শুরুতেই ইনজুরিতে পড়েছিলেন ওয়েন রুনি। সান্ডারল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন এই ইংলিশ তারকা। আর সেই চোটের কারণে ছয় সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পরামর্শ দেয়া হয় রুনিকে। যে কারণেই আগামী ২৬ মার্চ বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে এবং তার তিনদিন পর হল্যান্ডের বিপক্ষে ম্যাচে দর্শকের ভূমিকায় থাকতে হবে রুনিকে। ইংলিশ প্রিমিয়ার লীগে এমনিতে খুব একটা ভাল অবস্থানে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। ২৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহে ৪১ পয়েন্ট। আর রেড ডেভিলদের অবস্থান পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে। আর এই সময়েই দল থেকে সেরা স্ট্রাইকার রুনির মাঠের বাইরে ছিটকে যাওয়াটা ইংল্যান্ডের জায়ান্ট ক্লাবটির জন্য বড় একটা ধাক্কাই। ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপ সেরার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে গেছে আগেই। তবে এখনও ইউরোপা লীগে টিকে আছে লুইস ভ্যান গালের শিষ্যরা। এবার জাতীয় দলের হয়েও জার্মানি এবং হল্যান্ডের বিপক্ষে ইউরোর আগে গুরুত্বপূর্ণ দুই প্রীতি ম্যাচে খেলতে না পারাটাও রয় হডসনের জন্য হতাশার খবর।
×