ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে তেলের ট্যাঙ্কে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৮, ১ মার্চ ২০১৬

সোনারগাঁয়ে তেলের  ট্যাঙ্কে পড়ে দুই  শ্রমিকের মর্মান্তিক  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৯ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ফিলিং স্টেশনের তেলের ট্যাঙ্কে পড়ে মাসুম (৩০) ও আব্দুল হান্নান (৩৫) নামে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার মহজমপুর এলাকায় মেসার্স চাঁন এ্যান্ড সূর্য ফিলিং স্টেশনের পাশের একটি ফার্নেস অয়েলের ট্যাঙ্কে তারা পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে ৪টায় তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের হাতুরাপাড়া এলাকায় মেসার্স চাঁন এ্যান্ড সূর্য ফিলিং স্টেশনের শাখা প্রতিষ্ঠান পাশেই ময়না ট্রেডিংয়ের ফার্নিস তেলের ট্যাঙ্কে তেল মাপতে গিয়ে মাসুম নামে এক শ্রমিক ভেতরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপর শ্রমিক হান্নানও ভেতরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টায় তাদের লাশ উদ্ধার করে। নিহতরা হলো- বরিশাল জেলার উজিপুর গাজীপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে শ্রমিক মাসুম (৩০) ও নারায়ণগঞ্জের আড়াইহাজার ডোনপাড়া এলাকার জিন্নত আলীর ছেলে পেট্রোল পাম্পের নিরাপত্তাকর্মী আব্দুল হান্নান (৩৫)। ঢাকার সদর দফতরের ফায়ার সার্ভিসের লিডার আলাউদ্দিন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে তেলের ট্যাঙ্ক থেকে দুই জনের লাশ উদ্ধার করে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঞ্জুর কাদের জানান, তেলের ট্যাঙ্কে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস এই লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
×