ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ ভারতের সামনে পাত্তা পাবে তো শ্রীলঙ্কা?

প্রকাশিত: ০৫:৪৭, ১ মার্চ ২০১৬

আজ ভারতের  সামনে পাত্তা  পাবে তো  শ্রীলঙ্কা?

মিথুন আশরাফ ॥ শ্রীলঙ্কার যে কী হলো! এত দুর্বল দল লঙ্কানরা, তা ভাবা যায়! সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হাবুডুবু খেয়েছে। বাংলাদেশের সঙ্গে তো হেরেই গেছে। অথচ এশিয়া কাপের সেরা দল বিবেচনা করলে শ্রীলঙ্কাকেই সবার আগে রাখতে হয়। দলটি যে এর আগে ১২ বারের আসরে ১১ বারই ফাইনালে খেলেছে। চ্যাম্পিয়নই হয়েছে এর মধ্যে ৫ বার! সেই দলটি এবার ১৩তম আসরে আছে মহাবিপদে! আজ ভারতের বিপক্ষে খেলতে নামবে শ্রীলঙ্কা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাত সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে। হারলেই বিদায় ঘণ্টা বাজবে শ্রীলঙ্কার। আজ জিতলে ফাইনালে খেলা নিশ্চিত করে নেবে ভারত। এবারের আসরে সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে ভারত। টি২০র এক নম্বর দল ভারত তা প্রমাণও করেছে। বাংলাদেশের বিপক্ষে জেতার পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাত্তাই দেয়নি ভারত। যে দলটি ব্যাটিং শক্তিতে যে কোন দলকে হারিয়ে দেয়, সেই ভারত দলটি কি না এবার বোলিংয়েও শক্তিশালী হয়ে উঠেছে। আর সেটিই ভারতকে সব দল থেকে এগিয়ে রাখছে। ভারতের সামনে শ্রীলঙ্কা কী পাত্তা পাবে? সেই প্রশ্ন তাই উঠছে। এশিয়া কাপে ভারত দলও অনেক শক্তিশালী থাকে সবসময়ই। এশিয়ার দলগুলোকে নিয়ে যেহেতু এশিয়া কাপ হয়, তাই ভারত সবসময়ই এগিয়ে থাকে। শ্রীলঙ্কার মতো ভারতও ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে খেলেছে মোট ৮ বার। এ দলটি এবার আরও বিধ্বংসী রূপে প্রতিপক্ষের সামনে দাঁড় হচ্ছে। এর কারণ একটাই, এবার যে প্রথমবারের মতো এশিয়া কাপ হচ্ছে টি২০ ফরমেটে। স্বল্প ওভারের ম্যাচে ভারতের চেয়ে বর্তমানে শক্তিশালী দল আছে কেউ! সেখানে এশিয়া কাপ হচ্ছে ৫ দল নিয়ে। যে পাঁচ দলের মধ্যে কেউই ভারতের সামনে পাত্তা পাচ্ছে না। এখন পর্যন্ত একমাত্র দল, যারা টানা দুটি ম্যাচেই জয় তুলে নিয়েছে। ভারত এত শক্তিশালী দল হয়েও খানিক শঙ্কার মধ্যেই থাকবে। এশিয়া কাপ বলে কথা। আর সেই টুর্নামেন্টে ভারতের চেয়ে শ্রীলঙ্কা এগিয়েই থাকে। এখন পর্যন্ত দুই দলের মধ্যকার ১৯ বার এশিয়া কাপে লড়াই হয়েছে। শ্রীলঙ্কাই বেশি ম্যাচ জিতেছে। ভারত যেখানে ৯ ম্যাচ জিতেছে, সেখানে শ্রীলঙ্কা জিতেছে ১০ ম্যাচ! সর্বশেষ ২০১৪ সালের এশিয়া কাপেও লঙ্কানদেরই জয় হয়েছে। অবশ্য পরিসংখ্যান হিসেব করেত এখন আর লাভ নেই। বর্তমানে কোন দল শক্তিশালী বেশি, সেটিই সবার ভাবনায় থাকে। সেই হিসেবে আজকের ম্যাচে ফেবারিট থাকছে ভারতই। এশিয়া কাপে খেলতে আসার আগে ভারতে যে দুই দলের মধ্যকার টি২০ সিরিজ হয়েছে, সেখানেও ভারতেই জয়জয়কার হয়েছে। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। আর দুই দল যে এখন পর্যন্ত ৯ টি২০ ম্যাচ খেলেছে, সেখানেও ৫ ম্যাচ জিতেছে ভারত আর ৪ ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। সর্বশেষ সিরিজের হিসেব করলে ভারতেরই আজ জেতার কথা! কিন্তু কখনও কখনও সব হিসেবই পাল্টে যায়। শ্রীলঙ্কাও যে জিতবে না তা শতভাগ নিশ্চিত দিয়ে বলা মুশকিল। তবে টুর্নামেন্টে শ্রীলঙ্কা যেভাবে গত দুই ম্যাচে খেলেছে, সেই হিসেবে ভারতের কাছে পাত্তাই পাওয়ার কথা না লঙ্কানদের। এখন দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।
×