ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিক্রি হয়েছে ৪০ কোটি টাকার বই

শেষ হলো মাসজুড়ে থাকা আনন্দ ও উৎসাহ ঘেরা একুশে বইমেলা

প্রকাশিত: ০৫:৪৫, ১ মার্চ ২০১৬

শেষ হলো মাসজুড়ে থাকা আনন্দ ও উৎসাহ ঘেরা একুশে বইমেলা

মোরসালিন মিজান ॥ বাঙালীর ভাষা সংগ্রামের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত মেলা শেষ হয়েছে। মাসব্যাপী মেলায় প্রকাশিত হয়েছে পাঁচ হাজারের বেশি বই। বিক্রি হয়েছে ৪০ কোটি টাকা। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় নির্বিঘেœ অনুষ্ঠিত হয়েছে এবারের মেলা। ধর্মীয় মৌলবাদীদের হুমকির কথা মাথায় রেখে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এবার তাই কোন অনাকাক্সিক্ষত ঘটনা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে অমর একুশে গ্রন্থমেলা-২০১৬। ২৯ দিনের মেলায় এসেছে বিপুল পরিমাণ নতুন বই। শুধু বাংলা একাডেমির তথ্য কেন্দ্রে জমা পড়া নতুন বইয়ের সংখ্যা ৪ হাজার ৪শ’ ৪৪টি। মেলার নজরুল মঞ্চ ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে মোট ৫৩৫টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মাসব্যাপী মেলায় কোটি কোটি টাকার বই বিক্রি হয়েছে। এটি সহজ অনুমান। তবে ঠিক কত টাকার বই বিক্রি হয়েছে সেটা কোন সূত্র জানাতে রাজি হয়নি। একাডেমির দেয়া তথ্যমতে, মেলার সব প্রতিষ্ঠান মিলে ২৯তম দিন পর্যন্ত বই বিক্রি করেছে ৪০ কোটি ৫০ লাখ টাকা। প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর দেয়া এ তথ্য অবশ্য যাচাই করার কোন সুযোগ নেই। একাডেমি মনে করে, বিক্রির পরিমাণ আরও অনেক বেশি হয়ে থাকতে পারে। এবারও বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইয়ের মেলায় আলাদা চাহিদা ছিল। এবার মেলার বিভিন্ন প্যাভিলিয়ন, স্টল ও বিক্রয় কেন্দ্র থেকে বহু টাকার বই বিক্রি হয়েছে। একাডেমির দেয়া তথ্যমতে, এই বিক্রির পরিমাণ ১ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৪শ’ ৫৮ টাকা। বেস্ট সেলার যত বই ॥ অমর একুশে গ্রন্থমেলার বেস্ট সেলার বই খুঁজে বের করার কাজটি সহজ করে দিয়েছেন অত্যন্ত জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। এই লেখকের সায়েন্স ফিকশন এবারও বিক্রির তালিকায় শীর্ষে। শুধু শীর্ষে বললে ভুল বলা হবে। আদতে জাফর ইকবালের বইয়ের বিক্রির কাছাকাছি অবস্থানেও নেই কোন বই। এবার মেলায় এই লেখকের বই এসেছে মোট পাঁচটি। এগুলোর মধ্যে একটি প্রবন্ধ সঙ্কলন। খোঁজ নিয়ে জানা যায়, এটি যথারীতি ভাল বিক্রি হয়েছে। আর শীর্ষ বিক্রি তাম্রলিপি থেকে আসা সায়েন্স ফিকশন ‘ক্রেনিয়াল’। একই রকম বিক্রি হয়েছে সময় থেকে আসা কিশোর উপন্যাস ‘স তে সেন্টু’। চন্দ্রদ্বীপ এনেছিল ‘দুষ্টু হাতি এবং ইঁদুর’। ‘তিতুনি এবং তিতুনি’ এসেছিল কাকলী থেকে। প্রতিটি স্টল পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া গেছে, জাফর ইকবালের সব বইয়ের বিক্রি ছিল একচেটিয়া। সংশ্লিষ্ট প্রকাশকরাও অকপটে স্বীকার করে বলেছেন, তাদের বেস্ট সেলার জাফর ইকবাল। এ প্রসঙ্গে কাকলী প্রকাশনীর স্বত্বাধিকারী এ কে নাছির আহমেদ সেলিম বলেন, জাফর ইকবাল সব সময়ই বেস্ট সেলার। আমি লেখকের ‘তিতুনি এবং তিতুনি’ বইটি প্রকাশ করেছিলাম। মেলায় এর চতুর্থ মুদ্রণ পর্যন্ত শেষ হয়েছে। প্রতি মুদ্রণে ৫ হাজার বই। চারবারের মুদ্রণে ২০ হাজার বই বিক্রি হয়েছে মেলায়। প্রায় একই তথ্য দেন তাম্রলিপির প্রকাশক তারিকুল ইসলাম রনি। জাফর ইকবালের পর পরই আনিসুল হকের বইয়ের বিক্রি বলে জানা গেছে। জনপ্রিয় এই লেখকের নতুন উপন্যাস দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হয়েছে। বিশেষ করে প্রথমা থেকে প্রকাশিত ‘জেনারেল ও নারীরা’ বিক্রির শীর্ষে ছিল। বেস্ট সেলার বইয়ের তালিকায় আছে আরেক জনপ্রিয় লেখক সুমন্ত আসলাম। তার উপন্যাসগুলোও যথারীতি বিক্রি হয়েছে। মেলায় এবারও বেস্ট সেলার বইয়ের তালিকায় ছিল সায়েন্স ফিকশন লেখক মোশতাক আহমেদের বই। অনিন্দ্য, অন্যপ্রকাশ, নালন্দাসহ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে আসা এই লেখকের বই ছিল বেস্ট সেলার বইয়ের তালিকায়। মেলায় ঐতিহ্য থেকে আসা ‘মাফরাফি’ শিরোনামের বইটি বিপুল পরিমাণে বিক্রি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেনের জীবনীনির্ভর বইয়ের বিক্রি দেখে অবাক হয়েছেন অনেকেই। পাঠক সমাবেশ থেকে আসা ‘মীর মশাররফ হোসেন : অপ্রকাশিত ডায়েরি’, ‘প্লেটো রিপাবলিক’ ও ‘ভাষান্তরসমগ্র’ প্রচুর বিক্রি হয়েছে। জার্নিম্যান বুকস থেকে মেলায় এসেছিল প্রখ্যাত ইতিহাসবিদ ও লেখক মুনতাসীর মামুনের ‘ঢাকার খাল পোল ও নদীর চিত্রকর’। খোঁজ নিয়ে জানা যায়, অত্যন্ত সমৃদ্ধ ও দৃষ্টিনন্দন এই প্রকাশনা মেলায় প্রচুর বিক্রি হয়েছে। প্রচুর বিক্রি হয়েছে তার ‘ষড়যন্ত্রের রাজনীতি’। একই প্রকাশনা প্রতিষ্ঠানের বই ‘সমতটে সংসদ’ বইটির বিক্রি ছিল উল্লেখ করার মতো। মেলায় এবার নতুনদের মধ্যে চমক দেখিয়েছেন তরুণ লেখক সাদাত হোসাইন। ভাষাচিত্র থেকে আসা তার ‘অন্দরমহল’ উপন্যাসটি বিপিুল বিক্রি হয়েছে। একেবারে সিরিয়াস বইগুলোর মধ্যে প্রচুর বিক্রি হয়েছে সিরাজুল ইসলাম চৌধুরীর বই ‘জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি’। সংহতি থেকে গতবার মেলায় আসা বই এবার নতুনের মতোই বিক্রি হয়েছে। মেলায় বইয়ের দুইটি সংস্করণ শেষ হয়েছে। এ্যাডর্ন থেকে আসা পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের লেখা বইয়ের অনুবাদ ‘আমার বাবা রবীন্দ্রনাথ’ প্রচুর বিক্রি হয়েছে। ভাল বিক্রির তালিকায় ছিল একই প্রকাশনী থেকে আসা আবুল কাসেমের মহাভারতকেন্দ্রীক উপন্যাস ‘অনার্যজন’। ফেদেরিকো গারসিয়া লোরকার ‘ইয়ের্মা’ কিংবা বিশ্বজিৎ ঘোষের ব্যতিক্রমী ভাবনার ‘নৈঃসঙ্গচেতনা’ বইগুলোরও বিক্রি ছিল খুব ভাল। ৪ স্টল সিলগালা ॥ মেলার নীতিমালা ভঙ্গ ও কপিরাইট আইন অমান্য করার অপরাধে এবারের মেলায় অংশ নেয়া চারটি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল বন্ধ করে দেয় মেলা কর্তৃপক্ষ। ‘রঙিন ফুল’সহ তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল বন্ধ করা হয় কপিরাইট আইনের আওতায়। মেলার নীতিমালা ভঙ্গের অভিযোগে বন্ধ করা হয় প্রকাশনা প্রতিষ্ঠান ব-দ্বীপের স্টল।
×