ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দু’দিনের ব্যবধানে কুমিল্লায় ফের শিশু খুন, ডোবা থেকে লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৩, ১ মার্চ ২০১৬

দু’দিনের ব্যবধানে  কুমিল্লায় ফের  শিশু  খুন,  ডোবা থেকে  লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৯ ফেব্রুয়ারি ॥ শহরে মাত্র দুদিন আগে সৎ ভাইয়ের হাতে মেহেদী হাসান জয় ও মেজবাউল হক মনি নামের দুই সহোদর শিশু হত্যার রেশ না কাটতেই এবার জেলার লাকসামে মোহাম্মদ হোসেন নামে দ্বিতীয় শ্রেণীর আর এক শিশু শিক্ষার্থীকে খুন করল দুর্বৃত্তরা। পুলিশ ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। খবর পেয়ে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ খুনের ঘটনায় ঘাতকদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। নিহত শিশু মোহাম্মদ হোসেন লাকসাম উপজেলার ছোট চাঁদপুর চুনাতী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে এবং স্থানীয় মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে একটি মোবাইল সেট নিয়ে মোহাম্মদ হোসেন (১০) বাড়ি থেকে বের হয়। ওইদিন তাকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পরদিন রবিবার দিনভর এলাকায় মাইকিং করা হয়। পরে রবিবার সন্ধ্যায় স্থানীয়রা তাদের বাড়ির পাশের একটি ডোবায় শিশু হোসেনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাতে পুলিশ ও হোসেনের পরিবারের সদস্যরা ওই ডোবা থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার লাকসাম থানা পুলিশ শিশু মোহাম্মদ হোসেনের লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। দুর্বৃত্তরা ওই শিশুর মোবাইল সেট ছিনিয়ে নিয়ে তাকে হত্যার পর লাশটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে সোমবার কুমিল্লার জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি টিস্যু উদ্ধার করা হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। অন্যদিকে শিশু খুনের ঘটনায় স্থানীয় এলাকায় সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার দিনভর নিহতের বাড়িতে শতশত নারী-পুরুষকে ভিড় জমাতে দেখা যায়, পুত্রকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে গোটা পরিবার। লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন জানান, নিহত শিশুটির মাথার ডান পাশে এবং ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহত হোসেনের পিতা মোস্তফা মিয়া বাদী হয়ে সোমবার দুর্বৃত্তদের বিরুদ্ধে লাকসাম থানায় মামলা দায়ের করেছেন। ঘাতকদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। এর আগে শনিবার কুমিল্লা মহানগরীর দক্ষিণ রসুলপুর (ঢুলিপাড়া) এলাকায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র মোঃ আল শফিউল ইসলাম ছোটন পারিবারিক কলহ ও সম্পত্তির লোভে দুই সৎ ভাই প্রথম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান জয় (৭) ও নার্সারির ছাত্র মেজবাউল হক মনিকে (৫) শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার রেশ না কাটতেই লাকসামে দুর্বৃত্তদের হাতে দ্বিতীয় শ্রেণীর শিশুছাত্র মোহাম্মদ হোসেন খুন হয়। পৃথক এ দুটি ঘটনায় জেলাজুড়ে ব্যাপক তোলপাড় চলছে।
×