ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেরপুরে ৪ প্রতারক তিনদিনের রিমান্ডে

আরও খবর

প্রকাশিত: ০৪:১২, ১ মার্চ ২০১৬

আরও খবর

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৯ ফেব্রুয়ারি ॥ সিআইডি’র ডিআইজি পরিচয়ে শেরপুরে বিভিন্ন জনকে সরকারী চাকরি দেয়ার নাম করে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভুয়া ডিআইজিসহ গ্রেফতার ৪ প্রতারকের ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে তদন্ত কর্মকর্তার ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনের বিষয়ে উভয়পক্ষের শুনানি শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ওই রিমান্ড মঞ্জুর করেন। এরা হচ্ছেন নড়াইলের লোহাগড়া থানার আব্দুস সাত্তারের ছেলে ডিআইজি পরিচয়দানকারী রনি আমিন, ভুয়া ডিআইজি’র পিএস পরিচয়দানকারী ময়মনসিংহের কামরুজ্জামান, তাদের সহযোগী শেরপুরের জুলহাস উদ্দিন ও আবু সাঈদ (২০)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই খালিদ জানান, ডিআইজি পরিচয়ে সরকারী চাকরি দেয়ার নাম করে প্রতারণার অভিযোগে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে ভুয়া ডিআইজি রনি আমিন ও তার পিএস পরিচয়দানকারী কামরুজ্জামানকে গ্রেফতার করার পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও দুইজন প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ আইডি কার্ড এবং বিভিন্ন নিয়োগ সংশ্লিষ্ট ভুয়া কাগজপত্র উদ্ধার করে। গ্রেফতারকৃত ওই চারজন শেরপুরের অনেক নিরীহ লোকজনকে সরকারী চাকরি দেয়ার আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। সেলাইমেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৯ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক রুমানা আকতারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ, স্বামী পরিত্যক্তা, বিধবা আর্থ-কর্মসংস্থানের জন্য এক বছর প্রশিক্ষণ শেষে ৩০ জনের মধ্যে সেলাইমেশিন তুলে দেয়া হয়। উন্নয়ন ভাবনা নিয়ে সভা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৯ ফেব্রুয়ারি ॥ ঝিনাইগাতী উপজেলায় সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা তথ্য অফিস ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পাবলিক হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এনামুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু প্রমুখ। ইয়াবা সিন্ডিকেটের চার সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ইয়াবা সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকার সৌদিয়া বাস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। আটক চারজনের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। পুলিশ জানায়, আটক চারজন হলো সালাউদ্দিন, নূর আলম, রবিউল আলম এবং আব্দুল মান্নান। প্রতিবাদ গত ২৮ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠে ‘পুলিশের এসআই নিয়োগ পাচ্ছে ছাত্রদল শিবির ক্যাডাররা!’ শীর্ষক প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ করেছেন মুজিবুল করিম মুজিব। তিনি বলেন, প্রতিবেদনের একাংশে বলা হয়েছে ‘কক্সবাজারের পেকুয়ার রাজাখালী সুন্দরীপাড়ার হাজী ছাবের আহমদের পুত্র মুজিবুল করিম জড়িত রয়েছেন ছাত্রদলের রাজনীতির সঙ্গে। পুলিশের এসআই পদে (রোল নং ২৫৯০৭) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।’ অথচ আমি ছাত্রদলের রাজনীতির সঙ্গে কখনই জড়িত ছিলাম না। প্রতিবেদনে আমার রাজনৈতিক আদর্শ নিয়ে যা লেখা হয়েছে, তা আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করেছে। আমি বরাবরই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। খুলনায় বিহারী ক্যাম্পে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর খালিশপুরে বিহারী ক্যাম্পে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কোহিনুর মোড়ে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। অগ্নিকা-ের এ ঘটনায় ৪০ ঘর ভস্মীভূত হয়েছে। এ সময় এক নারী আহত হয়েছেন বলে জানা গেছে। গাইবান্ধায় সেই প্রধান শিক্ষক বরখাস্ত নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৯ ফেব্রুয়ারি ॥ ফুলছড়ি উপজেলার উদাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীর গালে চুমু দেয়ার ঘটনায় প্রধান শিক্ষক আয়নাল হককে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়। রংপুর প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মহিউদ্দিন তালুকদার স্বাক্ষরিত পত্রে ওই প্রধান শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেয়া হয়। এই নির্দেশ ২৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলেও পত্রে উল্লেখ করা হয়। এই ঘটনা তদন্তে সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহেদুর রহমানকে আহ্বায়ক এবং সহকারী শিক্ষা অফিসার শহিদুল ইসলাম ও নাজমুল হুদাকে সদস্য করে কমিটি গঠন করা হয়। কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলেও নির্দেশ দেয়া হয়। উল্লেখ্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নাল হক ৫ম শ্রেণীর ছাত্রীর গালে বৃহ¯পতিবার ক্লাসের মধ্যে সব শিক্ষার্থীর সামনে চুমু দেয়। পরে বিষয়টি নিয়ে জানাজানি ও কানাকানি শুরু হয়। এই ঘটনার সূত্র ধরেই গ্রামবাসী ও অভিভাবকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। শনিবার তারা স্কুলে তালা ঝুলিয়ে দেয় এবং অবিলম্বে ওই প্রধান শিক্ষককে অপসারণ ও গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে। দুর্গাপুরে রোগীর মৃত্যু ॥ ডাক্তারকে শোকজ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পিঠে প্রচ- ব্যথা নিয়ে উপজেলার ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামের বাদশা ম-লের স্ত্রী জামিনা বেগম (৫৫) রবিবার বিকেল ৩টার দিকে ভর্তি হলেও চিকিৎসক ডেকে রোগীর কাছে নিয়ে যেতে পারেননি স্বজনরা। অবশেষে রাতেই রোগী মারা যায়। এ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সালাউদ্দিনকে ঘিরে ধরে উত্তেজিত জনতা। পরে দুর্গাপুর থানার পুলিশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহার ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সোমবার স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট চিকিৎসককে শোকজ করা হয়েছে। ফুলবাড়ীতে ফেরত স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, কর্তৃপক্ষের উদাসীনতা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের গাফিলতির কারণে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর ১৪ লাখ টাকা ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। ফলে ফুলবাড়ী ও কাশিপুর ইউনিয়নের ৭ দিনের প্রকল্পের টাকা ফেরত যাওয়ায় বঞ্চিত হলো ওই দুই ইউনিয়নের শ্রমিকরা। জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য ২০১৫-১৬ অর্থবছরে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচীর আওতায় প্রথম পর্যায়ে ২ হাজার ৬১৩ শ্রমিকের জন্য বরাদ্দ দেয়া হয়। জনসংখ্যার ভিত্তিতে ৬ ইউনিয়নে তা বিভাজন করে বণ্টনও করা হয়। সময়মতো নাওডাঙ্গা, শিমুলবাড়ি, বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ অতিদরিদ্র শ্রমিকের তালিকা সংশ্লিষ্ট দফতরে দাখিল করলেও ফুলবাড়ী সদর ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তৎকালীন ইউএনও’র নিকট থেকে তাদের ইউনিয়নের শ্রমিকের তালিকার অনুমোদন নিতে বিলম্ব করেন। ফলে তালিকায় শ্রমিক অন্তর্ভুক্তি নিয়ে ওই দুই ইউনিয়নে জটিলতার সৃষ্টি হলে কাজ পিছিয়ে যায় সাত দিন। এরই মধ্যে ১৫ ফেব্রুয়ারি প্রকল্পের কাজ শেষ হয়ে যায়। শ্রমিকরা পড়েন বিপাকে। এ নিয়ে বার বার সংশ্লিষ্ট দফতরে সাত দিনের কাজ করানোর সময় বৃদ্ধি চেয়ে আবেদন করেও কাজের কাজ একটুও হয়নি। ফলে ১ হাজার ১শ’ ১১ জন ফুলবাড়ী সদর ও কাশিপুর ইউনিয়নের অতিদরিদ্র শ্রমিকের ওই প্রকল্পের সাত দিনের ১৪ লাখ ৫ হাজার ৪০০ টাকা ফেরত পাঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইউএনও দেবেন্দ্র নাথ উরাঁও জানান, ওই দুই ইউনিয়নের চেয়ারম্যানরা সময়মতো শ্রমিকের তালিকা জমা ও কাজ শুরু না করায় টাকা ফেরত গেছে। হুইল চেয়ার বিতরণ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৯ ফেব্রুয়ারি ॥ যুক্তরাজ্য ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুলের ব্যক্তিগত উদ্যোগে চীনের তৈরি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে এসপি জয়দেব কুমার ভদ্রের মাধ্যমে হতদরিদ্র, এতিম, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্ণধারদের হাতে এই চেয়ারগুলো তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেনÑ নুরুল ইসলাম চৌধুরী, মাসুদুর রহমান মনির, মোহাম্মদ আলী পাঠান প্রমুখ। স্মৃতি মঞ্চ উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৯ ফেব্রুয়ারি ॥ মহান স্বাধীনতাযুদ্ধে চট্টগ্রামের এসপি শহীদ এম সামছুল হকের স্মৃতি রক্ষার্থে ফেনী শহরের পুলিশ ভবনে শহীদ এম সামছুল হক মঞ্চ উদ্বোধন করা হয়েছে। রবিবার রাতে এ মঞ্চের উদ্বোধন করেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম বিভাগের পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম, জেলা প্রশাসক আমিন উল আহসান। পুলিশ সুপার রেজাউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ মশিউর রহমান, হাজী আলাউদ্দিন, ওছমান হারুন প্রমুখ।
×