ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনপ্রশাসন মন্ত্রীর স্বাক্ষর জাল

শেরপুরে সেই প্রতারক সোহাগ কারাগারে

প্রকাশিত: ০৪:০৯, ১ মার্চ ২০১৬

শেরপুরে সেই প্রতারক সোহাগ কারাগারে

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৯ ফেব্রুয়ারি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্বাক্ষর জাল করে একাধিক ডিও লেটার তৈরির নায়ক শেরপুরের বহুল আলোচিত সেই প্রতারক আব্দুল হামিদ সোহাগকে অবশেষে জেলহাজতে যেতে হয়েছে। সোমবার দুপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে শ্রীবরদী আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে উভয় পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সে শ্রীবরদী উপজেলার চক্রপুর গ্রামের মৃত হাজী নইম উদ্দিনের ছেলে। সোহাগ ঘটনার পর থেকে দীর্ঘ সাড়ে পাঁচ মাস লাপাত্তা ছিল। জানা যায়, শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা এএম সিনিয়র (আলিম) মাদ্রাসায় গবর্নিং বডির সভাপতি মনোনয়ন পেতে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্বাক্ষর জাল করে প্রতারক আব্দুল হামিদ সোহাগ ২০১৫ সালের মার্চ, এপ্রিল ও সর্বশেষ জুন মাসে পরপর তিনটি ডিও লেটার সৃজন করে সেগুলো অনুমোদন পেতে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের কাছে দাখিল করে। পরবর্তীতে ডিও লেটারগুলোর বিষয়ে সন্দেহের উদ্রেক হলে বোর্ড কর্তৃপক্ষের প্রাথমিক অনুসন্ধানে সেগুলো জাল বলে প্রতীয়মান হয় এবং ওই ঘটনায় সশ্লিষ্টদের বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন শাখা ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়।
×