ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোর বিভাগ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৭, ১ মার্চ ২০১৬

যশোর বিভাগ দাবিতে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ব্রিটিশ ভারতের প্রথম জেলা, মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা, দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরকে বিভাগের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে বৃহত্তর যশোরবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। বক্তব্য রাখেন গণপরিষদের সাবেক সদস্য মঈনুদ্দীন মিয়াজি, সিনিয়র সাংবাদিক ফখরে আলম, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান, সরকারী এমএম কলেজের শিক্ষার্থী সাদ্দাম হোসেন, মুহাম্মদ ইব্রাহিম, জুয়েল আহমেদ, রাহীদ পাপন, রাগিব আসিফ, শওকত হোসেন, হায়দার আলী সজল প্রমুখ। বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ করদাতা জেলা যশোর। ঐতিহ্যবাহী জেলা যশোরকে অবহেলিত রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বিভাগ হওয়ার জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণে প্রস্তুত যশোর। অর্থনৈতিক জোন, ভৌগলিক অবস্থান, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা- সংস্কৃতি, অবকাঠামো সুযোগ সুবিধায় এগিয়ে রয়েছে এই জেলা। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার যশোরকে বিভাগ সময়ের দাবি।
×