ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটের ২০ আদালত ডিজিটাল হচ্ছে

প্রকাশিত: ০৪:০৭, ১ মার্চ ২০১৬

সিলেটের ২০ আদালত ডিজিটাল হচ্ছে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের অগ্রগতির তালিকায় সংযুক্ত হচ্ছে সিলেটের বিচার-আদালত। মার্চ মাস থেকেই সিলেটের ২০টি আদালতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করার কাজ শুরু হচ্ছে। কম্পিউটারের মাধ্যমে সরাসরি সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করা হবে। সিলেট মহানগর দায়রা জজ, জেলা দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মিলে ২০টি কোর্টে এই পদ্ধতি চালু হচ্ছে। এতে সাক্ষীর জবানবন্দী বিচারকদের হাতে লেখার কাজের পরিসমাপ্তি ঘটবে। জানা যায়, সাক্ষ্যগ্রহণ কর্মকা-ে ডিজিটালাইজেশনের জন্য ইতোমধ্যেই সিলেটের আদালতগুলোতে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে এ প্রক্রিয়ায় অর্থায়ন করছে জাতিসংঘ উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি)। জুডিশিয়াল স্ট্রেনথেনিং প্রজেক্টের (জাস্ট) আওতায় এ প্রক্রিয়ায় সহযোগিতা করছে সুপ্রীমকোর্ট। এই প্রক্রিয়ায় সিলেটের আদালতগুলোতে বিচারক, পাবলিক প্রসিকিউটর, বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের সামনে কম্পিউটার থাকবে। আদালতে স্টোনোগ্রাফার কম্পিউটারে সাক্ষীর জবানবন্দী এবং আইনজীবীদের জেরা লিপিবদ্ধ করার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টরা নিজ নিজ কম্পিউটারে তা দেখতে পাবেন। ২ মার্চ সিলেটের আদালতে এ ডিজিটাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
×