ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাসি বিশ্বাসের ‘মুখপানে চেয়ে দেখি’ ইউটিউবে

প্রকাশিত: ০৪:০৩, ১ মার্চ ২০১৬

হাসি বিশ্বাসের ‘মুখপানে চেয়ে দেখি’ ইউটিউবে

স্টাফ রিপোর্টার ॥ রবীন্দ্রসঙ্গীত শিল্পী হাসি বিশ্বাস। পেষা নয়, গানকে বেছে নিয়েছেন জীবনের ব্রত হিসেবে। আর তাইতো জীবনের কোন এক সময় থেকে রবীন্দ্রসঙ্গীত হয়ে উঠেছে তাঁর আরাধ্য ধন। সম্প্রতি রবীন্দ্রনাথের প্রেম, প্রকৃতি ও পূজা পর্যায়ের কয়েকটি গান নিয়ে ‘মুখপানে চেয়ে দেখি’ (ভলিউম থ্রি) শিরোনামের একটি এ্যালবাম বের করেছেন। বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, নিজ পরিবারের পরবর্তী প্রজন্মের কথা ভেবে এ্যালবামের গানগুলো ইউটিউবে ছেড়ে দিয়েছেন। ইউটিউবে গিয়ে যধংযর নরংধিং সঁশযড়ঢ়ধহবু পযবুধ ফবশযর লিখে ক্লিক করলেই একের পর এক ১২টি গান শোনা যাবে। এর উল্লেখযোগ্য গান হলো- জীবনে আমার যত আনন্দ, না চাহিলে যারে পাওয়া যায়, মুখপানে চেয়ে দেখি, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা প্রভৃতি। এ্যালবাম সম্পর্কে জানতে চাইলে নিজের জীবনের কিছু কথা উল্লেখ করে তিনি বলেন, ২০১৪ সালের ৩০ এপ্রিল বিসিআইসির প্রশাসন বিভাগের ব্যবস্থাপকের পদ থেকে অবসর গ্রহণ করি। লন্ডনে আমার মেয়ের কাছে বেড়াতে গিয়ে সেখানের বাংলা টিভি ইউকে তে দুই ঘণ্টার সরাসরি একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পাই। সেখানে খুব সাড়া ফেলে এ অনুষ্ঠান। দেশে ফিরে এ এ্যালবামটি করার সিদ্ধান্ত নেই। রবীন্দ্রসঙ্গীত শিল্পী মুজিবুল কাইয়ুমের নিজস্ব স্টুডিওতে ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হয় গানগুলোর রেকর্ডিং। এ বছরের জানুয়ারিতে সব গানের রেকর্ডিং শেষ হয়। আমি শুধুমাত্র পরিবারের পরবর্তী প্রজন্মের কথা ভেবে গানগুলো করেছি। শিল্পী হাসি বিশ্বাস ছোটবেলা থেকে এক সাংস্কৃতিক পরিম-লে বেড়ে উঠেছেন। তার বাবা প্রয়াত ড. এসপি তালুকদার পেশায় ডাক্তার হলেও ছিলেন একজন নাট্যব্যক্তিত্ব। ১৯৭৫ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে নাচ শেখার জন্য মাদ্রাজ যান। পরে শান্তি নিকেতন থেকে ১৯৮১ সালে রবীন্দ্রসঙ্গীতে মাস্টার অব মিউজিক সম্পন্ন করেন।
×