ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার পাচ্ছেন সৌমিত্র

প্রকাশিত: ০৪:০৩, ১ মার্চ ২০১৬

কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার পাচ্ছেন সৌমিত্র

স্টাফ রিপোর্টার ॥ ‘কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন ভারতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। জাতীয় জাদুঘর মিলনায়তনে আগামীকাল বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে তুলে দেয়া হবে এ পুরস্কার। পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকা, ক্রেস্ট আর উত্তরীয়। কাজী নজরুল ইসলামের ছেলে প্রখ্যাত বাচিকশিল্পী কাজী সব্যসাচী স্মরণে তাঁর পরিবার এবার ‘কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার’ প্রবর্তন করছে। কাজী সব্যসাচীর মেয়ে খিলখিল কাজী জানিয়েছেন, প্রতিবছর ভারত ও বাংলাদেশের দুজন ব্যক্তিত্বকে এই পদক দেয়া হবে। এবার ভারত থেকে এই পদক পাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় আর বাংলাদেশ থেকে কাজী আরিফ। খিলখিল কাজী বলেন, বাবার স্মৃতি রক্ষার জন্য করব, এমনটা অনেক দিন থেকেই ভাবছি। তার অংশ হিসেবে ‘কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার’ দেয়া হবে। থাকবে সাংস্কৃতিক আয়োজনও। সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন মাসুদ করিম। এবার মাসুদ করিম ‘ক্যালকাটা দরবার’ নামে একটি রেস্তরাঁ শুরু করতে যাচ্ছেন। আজ মঙ্গলবার এই রেস্তোরাঁটির উদ্বোধন করবেন সৌমিত্র। এই অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন অধ্যাপক আনিসুজ্জামান।
×