ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে অস্কার জিতলেন ডিক্যাপ্রিও সেরা অভিনেত্রী ব্রি লার্সন সেরা চলচ্চিত্র ‘স্পটলাইট’

প্রকাশিত: ০৪:০৩, ১ মার্চ ২০১৬

অবশেষে অস্কার জিতলেন ডিক্যাপ্রিও সেরা অভিনেত্রী ব্রি লার্সন সেরা চলচ্চিত্র ‘স্পটলাইট’

সংস্কৃতি ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে সোমবার বসেছিল বিনোদন জগতে বছরের সবচেয়ে প্রতীক্ষিত আসর একাডেমি এ্যাওয়ার্ডেসের ৮৮তম আসর। এদিন সকাল সাড়ে ৭টায় শুরু হয় অস্কার অনুষ্ঠান। উপস্থাপনা করেন হলিউড তারকা ক্রিস রক। এবারের আসরে পুরস্কার প্রাপ্তির মাধ্যমে হলিউড সুপারস্টার লিওনার্ডো ডিক্যাপ্রিওর ২৩ বছরের অতৃপ্তি ঘুচল। অনুষ্ঠানে গতবারের সেরা অভিনেত্রী জুলিয়ান মুর সেরা অভিনেতা হিসেবে ডিক্যাপ্রিওর নাম ঘোষণা করেন। সেই সঙ্গে স্বস্তি পেলেন তিনি, পেল ভক্তরাও। ‘দ্য রেভিন্যান্ট’ চলচ্চিত্রে হিংস্র ভাল্লুকের আঘাতে জর্জরিত কিংবদন্তি অভিযাত্রী হিউ গ্ল্যাস চরিত্রে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। এ আসরে সেরা নির্মাতা হয়েছেন গতবারও একই বিভাগে অস্কারজয়ী আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতু। ‘রুম’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ব্রি লার্সন। এদিকে এবার সেরা অভিনেতা হিসেবে ডিক্যাপ্রিওকেই ভাবা হয়েছে সবচেয়ে ফেভারিট। চলচ্চিত্রে জীবনের সেরা অভিনয় দেখিয়েছেন ৪১ বছর বয়সী এই মার্কিন তারকা। তবে শেষ পর্যন্ত তিনি বিজয়ের হাসি হাসবেন কি-না তা নিয়ে ছিল যারপরনাই কৌতূহল। ১৯৯৩ সালে ‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ’ চলচ্চিত্রের জন্য প্রথমবার অস্কার মনোনয়ন পান ডিক্যাপ্রিও। এরপর ‘দ্য এভিয়েটন’ (২০০৫), ‘ব্লাড ডায়মন্ড’ (২০০৭) ও ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ চলচ্চিত্রগুলোর জন্যও মনোনীত হন তিনি। কিন্তু প্রতিবার তাকে ফিরতে হয়েছে খালি হাতে। তবে ‘দ্য রেভিন্যান্ট’-এর সুবাদে আরাধ্য অস্কারটা উঠল ডিক্যাপ্রিওর হাতে। গোল্ডেন গ্লোব, বাফটা, স্ক্রিন এ্যাক্টরস গিল্ড, ক্রিটিকস চয়েস এ্যাওয়ার্ড জিতে সম্ভাবনা অনেক উজ্জ্বল করে ফেলেছিলেন তিনি। এবারের অস্কারে সেরা অভিনেতা বিভাগে মনোনীত অন্যরা হলেন ব্রায়ান ক্র্যানস্টন (ট্রাম্বো), ম্যাট ডেমন (দ্য মার্শিয়ান), মাইকেল ফাসবেন্ডার (স্টিভ জবস), এডি রেডমেইন (দ্য ড্যানিশ গার্ল)। তাদের মধ্যে ডেমন ও রেডমেইন নিশ্চিত ছিলেন, ডিক্যাপ্রিওর হাতেই উঠবে অস্কার। হলিউড অভিনেত্রী কেট উইন্সলেটও আছেন এই আত্মবিশ্বাসী দলে। তাদের ধারণা মিথ্যে হয়নি। বিফলে যায়নি ‘টাইটানিক’ তারকার পরিশ্রমও। এছাড়া এবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন ব্রি লারসন। ‘রুম’ চলচ্চিত্রে পাঁচ বছর বয়সী পুত্রসন্তানকে নিয়ে ছোট একটি ঘরে জিম্মি থাকা মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার পান তিনি। সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত অন্যরা হলেন কেট ব্ল্যানচেট (ক্যারল), জেনিফার লরেন্স (জয়), চার্লোট র‌্যাম্পলিং (ফোর্টি ফাইভ ইয়ারস) ও সাওয়ার্স রোনান (ব্রুকলিন)। এদিকে এবার একাডেমি এ্যাওয়ার্ডসে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র হয়েছে পাকিস্তানী স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘অ্যা গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অব ফরগিভনেস’। ইংরেজি ও পাঞ্জাবি ভাষায় নির্মিত ‘এ্যা গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অব ফরগিভনেস’ এইচবিও চ্যানেলে প্রিমিয়ার হয় গত বছরের ২৮ অক্টোবর। ওইদিনই মুক্তি পায় ৪০ মিনিট ব্যাপ্তির চলচ্চিত্রটি। এর পরিবেশক করাচির এসওসি ফিল্ম। কোন পরিবারের জন্য কাউকে বিশেষ করে মেয়েদের অসম্মানের মনে করা হলে, তাকে মেরে ফেলে আত্মীয়স্বজনরা। এটাই সংস্কৃতি! এমন পরিস্থিতিতেও বেঁচে যাওয়া আঠারো বছর বয়সী তরুণীকে ঘিরে তৈরি হয়েছে প্রামাণ্য চলচ্চিত্রটি। পুরস্কার হাতে নিয়ে এর নির্মাতা ৩৭ বছর বয়সী শারমীন ওবায়েদ চিনয় বলেন, আমার এ চলচ্চিত্র দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ সপ্তাহে জানিয়েছেন, মেয়েদের জেনে শুনে হত্যা প্রতিরোধে আইন পরিবর্তন করবেন। এটাই চলচ্চিত্রের শক্তি। এবারের আসরে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে হাঙ্গেরির চলচ্চিত্র ‘সান অব সাউল’। সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন মার্ক রাইল্যান্স। স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘ব্রিজ অব স্পাইস’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। ‘ব্রিজ অব স্পাইস’ চলচ্চিত্রে সোভিয়েত গোয়েন্দা কর্মকর্তা রুডলফ আবেল চরিত্রে দারুণ অভিনয় করেছেন। ১৯৫৭ সালে দুর্নীতির অভিযোগে এফবিআই তাকে গ্রেফতার করলে ছদ্মনাম ব্যবহার করেন তিনি। অস্কারের আগে বাফটায় সেরা হন রাইল্যান্স। অন্যদিকে এবার সেরা মৌলিক গান হয়েছে স্যাম স্মিথের গাওয়া ‘রাইটিংস অন দ্য ওয়াল’। এটি ব্যবহৃত হয়েছে জেমস বন্ড সিরিজের ২৪তম চলচ্চিত্র ‘স্পেক্টর’-এ। তবে অনুষ্ঠানের শেষে এসে দেখা গেল চমক! তবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে চমকে দিয়েছে টম ম্যাককার্থি পরিচালিত ‘স্পটলাইট’।
×