ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘মেঘের দেশে ভেসে ভেসে’ এ্যালবামে বেশ সাড়া পেয়েছি ॥ সাবিরা সুলতানা

প্রকাশিত: ০৪:০৩, ১ মার্চ ২০১৬

‘মেঘের দেশে ভেসে ভেসে’ এ্যালবামে বেশ সাড়া পেয়েছি ॥ সাবিরা সুলতানা

প্রতিশ্রুতিশীল নজরুল সঙ্গীতশিল্পী সাবিরা সুলতানা। বাংলাদেশ বেতার এবং বিটিভিতে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন। তার প্রথম এ্যালবাম ‘নীল পাহাড়ের মেয়ে’ ২০০৪ সালে ফাহিম মিউজিকের ব্যানারে প্রকাশ হয়। এ্যালবামের গানগুলো শ্রোতাদের কাছে প্রশংসিত হয়। সম্প্রতি ইমপ্রেস অডিও ভিশনের বাজারে এসেছে তার দ্বিতীয় এ্যালবাম ‘মেঘের দেশে ভেসে ভেসে’। বিশ্বসাহিত্য কেন্দ্রে এ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। সঙ্গীতচর্চার পাশাপাশি ডিজাইন ও সাহিত্যচর্চা করেন সাবিরা সুলতানা। নতুন এ্যালবাম এবং অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়। ‘মেঘের দেশে ভেসে ভেসে’ এ্যালবাম প্রসঙ্গে জানতে চাই । সাবিরা সুলতানা : নতুন এ এ্যালবামে গান রয়েছে ১২টি। এ্যালবামের ৫টি গান আমার লেখা। এর মধ্যে চারটি গানের সুরও করেছি আমি। বাকি গানগুলো লিখেছেন মুন্সি ওয়াদদু, সৈয়দ রন ও তারেক মাহমুদ। এ্যালবামের ৮টি গানের সুর এবং সব গানের সঙ্গীতায়োজন করছেন শেখ সাদী খান। গানের কথাগুলো হলো ‘নদী বয়ে যায় পাখি সুরে গায়’, ‘আমায় একটা নীল পাখি এনে দাও না’, ‘মেঘের দেশে ভেসে ভেসে’, ‘তোমাকে দেখিয়া বাসর সাজায়’, ‘এই তো এখানে বসে আছি যেখানে’, ‘চোখ বলে তোমাকে দেখার অধিকার’, ‘তুমি পারো তুমি সব পারো’, ‘গাই আলো আঁধারের সব গান’, ‘নীল পাহারের মেয়ে তুমি’, ‘ছোট্ট একটা মনের ভেতর’, ‘এই জ্যোৎস্না ঝরা সন্ধ্যা’ এবং ‘ওই নীল আকাশের গায়’ প্রভৃতি। দ্বিতীয় এ্যালবামের কেমন সাড়া পেয়েছেন? সাবিরা সুলতানা : ভালো সাড়া পেয়েছি। অনেকেই নতুন ধরনের গান হয়েছে বলে প্রশংসা করেছেন। বিশেষ করে ‘ছোট্ট একটা মনের ভেতর ছোট্ট একটা আকাশ থাকে’ গানটি অনেকেই পছন্দ করেছেন। শ্রোতাদের জন্য গান করেছি তাদের ভাল লেগেছে শুনে আমিও আনন্দিত। নজরুল সঙ্গীতের শিল্পী হয়ে অন্য গানের এ্যালবাম কেন? সাবিরা সুলতানা : দেখুন বিশ্ব সঙ্গীত অঙ্গনে নজরুল সঙ্গীত অনন্য একটি সম্পদ। সবাই এ সঙ্গীত গাইতে পারে না গাইতেও চায় না। যারা গায় তারা অনেক সাহসী এবং চর্চা করে বলে আমি মনে করি। এক্ষেত্রে আমি নবীন একজন শিক্ষার্থী। বলতে পারেন আমি কিশোরী কালে আছি। আমি প্রতিনিয়ত শিখছি। প্রাণের টানেই সঙ্গীতচর্চা করা। সেক্ষেত্রে নজরুল সঙ্গীত আমার প্রাণের স্পন্দন। ভবিষ্যতে আবারও নজরুল সঙ্গীতের এ্যালবাম করব তবে অনেক ভেবে চিন্তে। প্রকৃত সুরে নজরুল সঙ্গীত গাওয়া নিয়ে অভিযোগ রয়েছে? সাবিরা সুলতানা : হ্যাঁ তাতো আছেই। তবে আমি অন্যের কথা বলব না। আমি নিজে এ বিষয়ে সচেতন থাকার চেষ্টা করি। আজীবন করে যাব। আপনি তো সাহিত্য চর্চাও করেন? সাবিরা সুলতানা : ইংরেজীতে অনূদিত একটিসহ আমার রচিত মোট ১৩টি গ্রন্থ প্রকাশ হয়েছে। এগুলো হলো কাব্যগ্রন্থ ‘আটলান্টিকের ওপার’, ‘রোদের দিকে’ ও ‘প্রকৃতি তোমার কাছে’, ভ্রমণ বৃত্তান্ত ‘হাইওয়ে ডটকম’, উপন্যাস ‘মিসেস কাদরি’ এবং বায়োগ্রাফি ‘তেরো বছর পর’, ‘হুমায়ূন আহমেদ ও তার নূহাশ পল্লী’, প্রবন্ধ ‘শেকড়ের সন্ধানে’, কমেডি রচনা ‘চিয়ার্স, অটোবায়োগ্রাফি ‘বাবাকে মনে পড়ে’, ‘কবিতার ছায়াপথ’, ‘গুমর ভর লিখতা রাহা’ এবং অনূদিত গ্রন্থ তারেক মাহমুুদের ‘ডোরা’ প্রভৃতি। -সাজু আহমেদ
×