ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে এবার কৃষিবান্ধব বাজেট মোদি সরকারের

গ্রামীণ অর্থনীতিকে গুরুত্বারোপ

প্রকাশিত: ০৪:০২, ১ মার্চ ২০১৬

গ্রামীণ অর্থনীতিকে গুরুত্বারোপ

ভারতের পার্লামেন্টে সোমবার এনডি সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কর্মসংস্থান থেকে শুরু করে গ্রামীণ ভারতের রূপায়নে এই বাজেটে কী দিশা দেখিয়েছেন জেটলি, তা নিয়ে তার ওপর নজর ছিল সবার। এ বাজেট নিয়ে প্রত্যাশা ও আগ্রহের কথা প্রকাশ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর বিজনেস স্যান্ডার্ড ও ওয়ান ইন্ডিয়ার। নয়া কেন্দ্রীয় বাজেটে গ্রামীণ অর্থনীতিতে জোর দিয়ে কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জেটলি। কৃষকদের জন্য বরাদ্দ হয়েছে মোট ৩৫ হাজার ৯৮৪ কোটি টাকা। ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। কৃষিক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে জোর দেয়া হয়েছে। কিন্তু শিল্পক্ষেত্রে এবার শুধু উৎসাহের কথা এবং সামান্য ছাড়ের ব্যবস্থা রয়েছে বাজেটে। বাজেটে এমন কৌশলগত পরিবর্তনের ফলে আসন্ন রাজ্য নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দল ভাল করতে পারে।
×