ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুপার টুয়েসডে সামনে রেখে উজ্জীবিত হিলারি ও ট্রাম্প

প্রকাশিত: ০৪:০১, ১ মার্চ ২০১৬

সুপার টুয়েসডে সামনে রেখে  উজ্জীবিত  হিলারি ও ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাই ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সুপার টুয়েসডেতে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন তার অবস্থানকে আরও পোক্ত করতে চাইছেন। অপরদিকে রিপাবলিকান পার্টি তাদের বিদ্রোহী ও বিতর্কিত অগ্রগামী প্রার্থীকে ডোনাল্ড ট্রাম্পকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য ও একটি অঞ্চলে ১ মার্চ মঙ্গলবার একযোগে প্রাইমারি ও ককাসের ভোট হবে। তাই এ দিন ‘সুপার টুয়েসডে’ নামে পরিচিত। এটাই সবচেয়ে বেশিসংখ্যক অঙ্গরাজ্যে একসঙ্গে প্রাথমিক বাছাইয়ের আয়োজন। খবর এএফপির। এই গুরুত্বপূর্ণ দিনের প্রায় ২৪ ঘণ্টা আগে ডেলিগেট সমৃদ্ধ ১১টি অঙ্গরাজ্যের সিংহভাগ ডেলিগেট নিশ্চিত করতে ভাল অবস্থানে আছেন হিলারি ও ট্রাম্প। এই সুপার টুয়েসডেতে ৫৯৫ জন রিপাবলিকান ডেলিগেট ভোট দেবেন। যা মোট ডেলিগেটের ২৫ শতাংশ। রিপাবালিকান দলের মোট ডেলিগেটের সংখ্যা দুই হাজার ৪৭২ জন। মনোনয়নের জন্য প্রয়োজন এক হাজার ২৩৭ ডেলিগেটের সমর্থন। জাতীয় কনভেনশনে ডেলিগেটদের ভোটে প্রার্থী চূড়ান্ত করা হয়। ডেমোক্র্যাটদের মোট ডেলিগেট সংখ্যা ৪ হাজার ৭৬৩ জন। আর মনোনয়ন পেতে ডেমোক্র্যাট প্রার্থীর প্রয়োজন হয় দুই হাজার ৩৮৩ ডেলিগেটের ভোট। যার মধ্যে মঙ্গলবারের ভোটেই এক হাজার ৪ জন ডেমোক্র্যাট ডেলিগেট তাদের ভোট দেবেন। এছাড়াও ডেমোক্র্যাটদের যে ১৩০ জন সুপার ডেলিগেট রয়েছেন তাদেরও প্রতিনিধিত্ব রয়েছে এই সুপার টুয়েসডের লড়াইয়ে। সুপার ডেলিগেটদের অধিকাংশই অবশ্য এরই মধ্যে হিলারির পক্ষে তাদের সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন। আলাবামা, আরকানসাস, জর্জিয়া, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ভারমন্ট ও ভার্জিনিয়া- এই ১০টি রাজ্যে একসঙ্গে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের প্রাথমিক বাছাই হবে।
×