ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেবল আইএস দমন নয় সোভিয়েত যুগের গৌরব ফিরিয়ে এনে ন্যাটোকে শিক্ষা দিতে চান পুতিন

মধ্যপ্রাচ্য পাল্টে দিচ্ছে রাশিয়া

প্রকাশিত: ০৪:০১, ১ মার্চ ২০১৬

মধ্যপ্রাচ্য পাল্টে দিচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যের স্বাভাবিক গতিপথ পাল্টে দিতে চাইছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভøদিমির পুতিনের সিরিয়ায় সামরিক অভিযানে অংশগ্রহণের লক্ষ্য যে কেবল জঙ্গী গ্রুপ আইএসকে দমন করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না তা এখন দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে। তিনি চাইছেন সাবেক সোভিয়েত যুগের গৌরব ফিরিয়ে আনতে ও প্রতিদ্বন্দ্বী সামরিক জোট ন্যাটোকে একটি উচিত শিক্ষা দিতে। খবর নিউজ ডট কমের। রাশিয়া সেপ্টেম্বরে আইএসকে আগের অবস্থানে ফিরিয়ে নেয়ার শাস্তি প্রদানে যখন উদ্যোগ নেয় তখন বিশ্বব্যাপী সামরিক বিশ্লেষকরা মস্কোর অভিযানকে এক ষড়যন্ত্রের পরিকল্পনা দেখতে পান। কেউ তখন বিশ্বাস করেনি। প্রত্যেকে ধরে নিয়েছে, ঐ উদ্যোগের উদ্দেশ্য ছিল অবরুদ্ধ সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রশাসনকে চাঙ্গা করে তোলা। অনেকেই সিরিয়ার উত্তর উপকূলে কিছু সংখ্যা রুশ বিমানের হামলাকে এবং লাতাকিয়ায় পাঠানো সহযোগী সৈন্যদের উদাহরণ করেছেন। বিমানগুলো সর্বক্ষণ উড়ছে নিক্ষেপ করছে বিশেষ উপকরণ মিশ্রিত ক্ষেপণাস্ত্র এবং বর্ষণ করছে ডাম্ববোমা। কাদের ওপর তারা আক্রমণ চারিয়েছে সবচেয়ে বেশি? তাকি আইএস? না তাদের ওপর এতটা নয়। ঐ হামলায় সত্যিকারভাবে সহায়তা এসেছে সিরীয় বিদ্রোহীদের জন্য। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন উপরন্তু, আসাদকে ক্ষমতায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য নির্বিচারে বোমা বর্ষণ করে যাচ্ছেন। তিনি একজন আন্তর্জাতিক লৌহমানব হিসেবে দেশে তার প্রভাব বজায় রাখছেন। পুতিন তা করতে গিয়ে জাতিগত কুর্দি গ্রুপের ক্রমবর্ধমান দুরাবস্থার মধ্য দিয়ে আইএস বিরোধী জোটে চিড়কে তুলে ধরেছেন। এ কুর্দি গ্রুপ আইএসের অগ্রগতি প্রতিরোধে বেশ একটা সফলতা অর্জন করেছে। এ কূটনৈতিক উদ্বেগ ও গোলযোগ দৃশ্যত মনে হয় একটা সুবিধা অর্জন করেছেন পুতিন। কিন্তু আসলে তা নয়। ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি স্কুল অব হিস্টোরি ও ইন্টারন্যাশনাল রিলেশনসের অধ্যাপক মার্টিন গ্রিফিথস বলেছেন, পুতিন নিজেকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে সত্যিকারভাবে অতিরিক্ত অনেক কিছু করেছেন। তিনি বলেন, রাশিয়া এখন গভীর সঙ্কটে। অন্যভাবে বলা যায়, উপরন্তু দেশটির অর্থনীতি ভেঙ্গে পড়েছে আবারও। মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। যুদ্ধ বিধ্বস্ত সিরীয় শহর হোমসে সম্প্রতি বিয়ে করেছেন নাদা সেরহি (১৮) ও হাসান ইউসেফ (২৭)। কুর্দিদের সম্পর্কে তাৎপর্যপূর্ণ বিষয় কী? যারা কোবানে অবরোধের নায়ক? আইএসকে প্রথমবারের মতো পিছু হটিয়েছে যারা? তুরস্ক স্থানীয় কুর্দিদের দেখে সন্ত্রাসী বিদ্রোহী হিসেবে। আঙ্কারাকে প্রশমিত করার জন্য পাশ্চাত্যকে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সিরীয় কুর্দিদের প্রতি সমর্থনের অবসান ঘটাতে হবে। কুর্দি গ্রুপের মধ্যে রয়েছে বিভিন্ন বিভক্তি। জাতিগত এরা বিভক্ত হয়ে আছে তুরস্ক, সিরিয়া, ইরাক ও আজারবাইজানের মধ্যে। প্রতিটি গ্রুপই সংখ্যালঘু। তাদের রয়েছে একটি নিজেদের আবাসভূমির আকাক্সক্ষা। তুরস্কে সংখ্যালঘু কুর্দিদের দীর্ঘদিন ধরে বিদ্রোহী বলে বিবেচনা করা হয়। সিরিয়ার বৃহত্তম কুর্দি মিলিশিয়া ওয়াইপিজি গত সপ্তাহে আজাজ শহর অবরোধে রুশ ও সিরীয় সরকারী বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে। এ শহরটি তুরস্ক ও আঞ্চলিক রাজধানী আলোপ্পোর মধ্যেকার এক গুরুত্বপূর্ণ সরবরাহ রুট। তুরস্ক এ জন্য কুর্দিদের বিরুদ্ধে তর্জন-গর্জন করে যাচ্ছে কেবল। সিরীয় বিদ্রোহীরা বলেছে, তুরস্ক রুশ ও সিরীয় বাহিনীর আক্রমণের বিরুদ্ধে আলেপ্পোর শক্তি বৃদ্ধির জন্য সিরিয়ায় গত সপ্তাহে অন্তত দুই হাজার যোদ্ধা পাঠিয়েছে। অন্যদিকে আসাদ সরকার অভিযোগ এনে বলেছে, বন্দুকধারীদের মধ্যে তুর্কি সৈন্য রয়েছে। আসাদ সরকার সরাসরি উস্কানির জন্য আঙ্কারাকে অভিযুক্ত করেছে।
×