ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে সিমেন্ট শিল্পে সবচেয়ে বড় অধিগ্রহণ হচ্ছে

প্রকাশিত: ০৩:৫৯, ১ মার্চ ২০১৬

ভারতে সিমেন্ট শিল্পে সবচেয়ে বড় অধিগ্রহণ হচ্ছে

সিমেন্ট শিল্পে সবচেয়ে বড় অধিগ্রহণ দেখতে যাচ্ছে ভারত। আদিত্য বিরলা গ্রুপের প্রতিষ্ঠান আলট্রাটেক দেশটির আরেক গোষ্ঠী জেপির সিমেন্ট কারখানা কেনার ঘোষণা দিয়েছে। এজন্য আলট্রাটেককে গুনতে হবে ১৬ হাজার ৫০০ কোটি রুপী। বিজনেস স্ট্যান্ডার্ডের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নিয়ে ইতোমধ্যে জয়প্রকাশ (জেপি) এ্যাসোসিয়েটসের সঙ্গে চুক্তি সই হয়েছে। সেই অনুযায়ী, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখ-, অন্ধ্র প্রদেশ ও কর্নাটকে অবস্থিত জয়প্রকাশের সিমেন্ট কারখানাগুলো ঝুলিতে পুরবে আলট্রাটেক। সব মিলিয়ে যেগুলোর উৎপাদন ক্ষমতা বছরে মোট ২ কোটি ২৪ লাখ টন। তালিকায় রয়েছে ৪৭০ কোটি টাকা খরচে তৈরি হতে থাকা আর একটি কারখানাও। বছরে যার উৎপাদন ক্ষমতা ৪০ লক্ষ টন। এর আগে শুধু মধ্যপ্রদেশে দু’টি কারখানা কিনতে চুক্তি করে আলট্রাটেক। সংস্থা জানিয়েছে, নতুন চুক্তির ফলে সেটি বাতিল হলো। -অর্থনৈতিক রিপোর্টার
×