ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন বাজেটের প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

প্রকাশিত: ০৩:৫৮, ১ মার্চ ২০১৬

নতুন বাজেটের প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড এ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের কাছে আগামী ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে বুদ্ধিজীবী মহলের কাছ থেকেও বাজেট প্রস্তাবনা চাওয়া হয়েছে এনবিআরের পক্ষ থেকে। আগামী ১০ মার্চের মধ্যে প্রস্তাবনা জমা দিতে বলা হয়েছে। আগামী বাজেটের প্রধান সমন্বয়ক আকবর হোসেনের (প্রথম সচিব, শুল্ক গোয়েন্দা) স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের রাজস্ব আয় সংক্রান্ত কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে এনবিআর সরকারের রাজস্ব আহরণ নিয়ে বাজেটে নীতিমালা প্রস্তুত করে থাকে। আসছে অর্থবছরে এনবিআর একটি অংশগ্রহণমূলক গণমুখী ও সুষম বাজেট প্রণয়ন করতে চায়। এজন্য বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড এ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও বুদ্ধিজীবী মহলের থেকে বাজেট প্রস্তুাব চাওয়া হয়েছে।
×