ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর ব্যাবহৃত সাইকেল জাদুঘরে

প্রকাশিত: ২৩:৩৪, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

বঙ্গবন্ধুর ব্যাবহৃত সাইকেল জাদুঘরে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী আব্দুল ওয়াজেদ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য তৎকালীন গোয়ালন্দ মহকুমার জৌকুড়া গ্রামের মনাক্কা চেয়ারম্যানের বাড়িতে আসেন। বঙ্গবন্ধু উক্ত চেয়ারম্যানের চাচাত ভাই আব্দুল ওয়াজেদ মন্ডলের একটি বাইসাইকেল নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত বাইসাইকেলটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামে আব্দুল ওয়াজেদ মন্ডলের বাড়িতে দীর্ঘ ৬২ বছর যাবত রক্ষিত ছিল। সম্প্রতি বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মকর্তাগণ বাইসাইকেলটি জাতীয় জাদুঘরে সংরক্ষণ প্রদর্শনের জন্য নিয়ে আসেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কীপার ড.স্বপন কুমার বিশ্বাস জানান, হস্তান্তর অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। যথাযথ পরিচর্যা শেষে বাইসাইকেলটি দর্শকদের জন্য জাদুঘরের গ্যালারিতে প্রদর্শন করা হবে।
×