ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একরামুল হত্যা মামলার ৩৭ আসামীকে জেল হাজাতে পাঠিয়েছে আদালত

প্রকাশিত: ২৩:২৬, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

একরামুল হত্যা মামলার ৩৭ আসামীকে জেল হাজাতে পাঠিয়েছে আদালত

নিজস্ব সংবাদদাতা, ফেনি ॥ ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার ৩৭ জন আসামীকে আদালতে হাজির করা হলে আদালত জেল হাজাতে পাঠানোর নির্দেশ দেন। ফেনী কারাগার, কুমিল্লা কারাগার থেকে সোমবার দুপুরে সাড়ে ১২ টায় আসামীদের ফেনী আদালতে হাজির করা হয়। ফেনীর জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফি উল্লার আদালতে আসামীদের হাজির করা হলে আদালত মামলার পরবর্তী ধায্য তারিখ আগামী ১৫ মার্চ রেখে আসামীদের জেল হাজাতে পাঠানোর নির্দেশ দেন। মামলার চার্জ গঠনের জন্য আজ তৃতীয় বারের মত ধায্য তারিখ ছিলো। সকল আসামীকে আদালতে হাজির করতে না পারায় চার্জ গঠন সম্ভব হয়নি বলে জানিয়েছেন সরকারী কৌশলী এডভোকেট হাফেজ আহম্মদ। গত ২৮ আগষ্ট পুলিশ ৫৬ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জসীট জমা দেয়। চার্জসীটভুক্ত ৫৬ জনের মধ্যে জেলা আওয়ামীলীগের যুগ্ন আহব্বায়ক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, পৌরযুবলীগের যুগ্ন আহব্বায়ক জিয়াউল আলম মিষ্টার সহ ৩৮ জন কারাগারে, ১৪ জন পলাতক এবং চার্জসীটভুক্ত ৪ জন আসামী উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে। বিএনপির জেলা তাতী দলের আহব্বায়ক মাহাতাব উদ্দিন চৌধুরী মিনার গ্রেফতার অবস্থায় ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য গত ২০ মে সকালে ফেনী শহরের একাডেমী এলাকায় ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে ফুলগাজী যাওয়ার পথে নিজদলীয ক্যডাররা তাকে কুপিয়ে গুলি করে তার গাড়ীতে তাকে পুড়িয়ে হত্যা করে। এঘটনায় একরামের ছোট ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপির জেলা তাতী দলের আহব্বায়ক ও ফুলগাজী উপজেলা নির্বাচনে একরামের প্রতিদন্ধী প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের নাম সহ ৩৫/৪০ জন অজ্ঞাতনামা উল্লেখ করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে। পুলিশের তদন্তাধীন মামলার সূত্র ধরে হত্যা মামলার অধিকাংশ আসামীকে ঢাকা, চট্রগ্রাম সহ ফেনীর বিভিন্ন স্থান থেকে আটক করে।
×