ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেতন স্কেলের দাবিতে ইবি কর্মকর্তাদের কর্মবিরতি

প্রকাশিত: ২৩:২২, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

বেতন স্কেলের দাবিতে ইবি কর্মকর্তাদের কর্মবিরতি

ইবি সংবাদদাতা ॥ বেতন স্কেল ও চাকরির বয়স সীমা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি এবং উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করেছে ইসলমী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি। জানা যায়, কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মাদ সোহেলের সভাপতিত্বে সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৩ ঘন্টার কর্মবিরতি পালন করে তার। তাদের দাবি গুলো হচ্ছে উপ-রেজিস্ট্রার/সমমান পদের প্রারম্ভিক বেতন স্কেল ২৫৭৫০-৩৩৭৫০ টাকা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, কর্মকর্তাদের চাকুরি হতে অবসর গ্রহনের বয়স ৬২ বছর বাস্তবায়ন করারর বিষয়ে কর্যকর পদক্ষপ নিতে হবে। এসময় কর্মকর্তা সমিতির সধারণ সম্পাদক মোঃ আহসানুল হক (হাসান), সহ-সভাপতি মোঃ আলোমগীর হোসন খান, প্রচার সম্পাদক আসাদুজ্জামান মাখনসহ অর্ধ শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে সংক্ষিপ্ত সমাবেশে কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ সোহেল বলেন, “ আগামীকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। আমাদের এই দাবিগুলো মেনে নেয়া না হলে ২ মার্চ থেকে লাগাতার কর্মবিরতি অব্যাহত থাকবে।”
×