ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গঠন করা হবে আরো ১ পৌরসভা ও ২ থানা

প্রকাশিত: ২৩:২০, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

গঠন করা হবে আরো ১ পৌরসভা ও ২ থানা

অনআইন রিপোর্টার ॥ নতুন করে আরো দু’টি থানা ও একটি পৌরসভা গঠন করেছে সরকার। প্রশাসনিক পুর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নরসিংদীর মাধবদীর পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীতকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে নিকার। আগে এ তদন্ত কেন্দ্র নরসিংদী সদর থানায় অন্তর্ভুক্ত ছিল।’ তিনি বলেন, ‘এছাড়া পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মহিপুর তদন্ত কেন্দ্র থানায় উন্নীতকরণের প্রস্তাব অনুমোদন পেয়েছে। কুয়াকাটা এলাকা নিয়ে নতুন এ থানাটি গঠিত হয়েছে।’ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে পৌরসভা স্থাপনের প্রস্তাব অনুমোদনের কথা জানিয়ে শফিউল আলম বলেন, ‘সেখানে ২০১৪ থেকে পৌরসভা আছে। এখন সেটা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হল।’
×